ঢাকা      সোমবার, ১৭ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
শিরোনাম

সিরিজ বাঁচানোর লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, লিটন বাদ

IMG
23 May 2024, 9:23 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বিশ্বকাপের আগে কন্ডিশন বোঝার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ রেখেছিল বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে একদমই অনভিজ্ঞ দলটাকে নিয়ে এই সিরিজে বাড়তি কোনো আড়ম্বর ছিল না। তবে সেই যুক্তরাষ্ট্রই বাংলাদেশকে চমকে দিয়েছে দারুণভাবে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দেখায়ই বাংলাদেশকে হারিয়ে দিয়েছে র‍্যাংকিংয়ে ১০ ধাপ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্র।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবেই হেরে গিয়েছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই। সেই লড়াইয়ে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টানা ব্যর্থতার পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাদ পড়েছেন লিটন দাস। তার বদলে একাদশে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। জিম্বাবুয়ে সিরিজে ব্যাট হাতে বেশ উজ্জ্বল ছিলেন বাঁহাতি এই ওপেনার।

গত ম্যাচে বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট ছিল কিছুটা নাজুক। পেস বিভাগকে শক্তিশালী করতে তাই তানজিম সাকিবকে নেয়া হয়েছে একাদশে। এক্ষেত্রে বাদ পড়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

যুক্তরাষ্ট্র একাদশ: স্টিভেন টেইলর, মোনাক প্যাটেল (অধিনায়ক), অ্যান্ড্রিস গাউস, অ্যারন জোনস, নীতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, হরমিত সিং, শ্যাডলি ভ্যান শাল্কউইক, আলি খান, জসদীপ সিং, সৌরভ নেত্রাভালকার।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন