ঢাকা      রবিবার, ৩০ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ইউরোর শেষ ষোলোতে কে কার মুখোমুখি

IMG
27 June 2024, 11:28 AM

স্পোর্টস ডেস্ক , বাংলাদেশ গ্লোবাল: গত ১৫ জুন জার্মানিতে পর্দা উঠেছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ১৭তম আসরের। নানা অঘটনের মধ্য দিয়ে ইতোমধ্যে শেষ হয়েছে টুর্নামেন্টের গ্রুপ পর্ব। এবার শুরু হবে নকআউট পর্ব বা শেষ ষোলোর লড়াই।

বুধবার (২৬ জুন) রাতে পর্তুগালকে জর্জিয়া ও চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ইউরোর শেষ ষোলোর টিকিট পেয়েছে তুরস্ক। এই দুই লড়াই দিয়ে নিশ্চিত হয়েছে নকআউটের ১৬টি দল।

‘এ’ ও ‘বি’ গ্রুপ থেকে ২টি করে মোট ৪টি দল নকআউটের টিকিট পেয়েছে। তারা হলো জার্মানি, স্পেন, ইতালি ও সুইজারল্যান্ড। অন্য চারটি গ্রুপ থেকে ৩টি করে মোট ১২টি দল শেষ ষোলোয় উঠেছে।

‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হিসেবে ইংল্যান্ড ও রানার্সআপ হিসেবে ডেনমার্ক নকআউট নিশ্চিত করেছে। এই গ্রুপ থেকে তৃতীয় হয়ে সেরা হয়ে শেষ ষোলোয় গেছে স্লোভেনিয়া। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ রোনালদোর পর্তুগাল।

‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন অস্ট্রিয়া, রানার্সআপ ফ্রান্স। তৃতীয় সেরা হয়ে নেদারল্যান্ডস উঠেছে শেষ ষোলোয়। নাটকীয় গ্রুপ ‘ই’। এখানে সব কটি দলের পয়েন্টই ৪ করে। গোল ব্যবধান নির্ধারণ করে দিয়েছে কে যাবে পরের রাউন্ডে। সেই হিসাবে বাদ পড়েছে ইউক্রেন। রোমানিয়া চ্যাম্পিয়ন, বেলজিয়াম দ্বিতীয় ও স্লোভাকিয়া তৃতীয় হয়ে শেষ ষোলোয় উঠেছে।

‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল এবং তুরস্ক রানার্সআপ। নিজেদের শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে তারা। অন্যদিকে জর্জিয়া পর্তুগালকে হারিয়েছে ২-০ গোলে। এর মাধ্যমে তৃতীয় হয়ে পরের ধাপের জন্য উত্তীর্ণ হয়েছে তারা।

শেষ ষোলোয় প্রতিপক্ষ হিসেবে কে কাকে পেল এক নজরে দেখে নিন:
স্পেন-জর্জিয়ার, জার্মানি-ডেনমার্ক, পর্তুগাল-স্লোভেনিয়া, ফ্রান্স-বেলজিয়াম, রোমানিয়া-নেদারল্যান্ডস, অস্ট্রিয়া-তুরস্ক, ইংল্যান্ড-স্লোভাকিয়ার ও সুইজারল্যান্ড মুখোমুখি হবে ইতালির।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন