ঢাকা      রবিবার, ৩০ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ফের ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা

IMG
26 June 2024, 12:37 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক ‌, বাংলাদেশ গ্লোবাল: ফের ভারতের লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। দেশটির প্রোটেম স্পিকার ভর্তিহরি মাহতাব তাকে ধ্বনিভোটে বিজয়ী ঘোষণা করেন।

স্পিকার ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে অভিবাদন জানান। এর আগে প্রধানমন্ত্রী মোদি তার নাম প্রস্তাব করেন। আজ বুধবার দেশটির লোকসভার অধিবেশন শুরু হতেই বেলা ১১ টায় বিজেপি সাংসদ ওম বিড়লাকে স্পিকার হিসাবে নির্বাচন করার জন্য লোকসভায় মোশন আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন ওম বিড়লা স্পিকার নির্বাচিত হওয়ার পর, সংসদের নেতা নরেন্দ্র মোদি এবং বিরোধী দলের নেতা রাহুল গান্ধী তাঁকে স্পিকারের আসনে নিয়ে যান।

ওম বিড়লার আসনে পৌঁছতেই প্রোটেম স্পিকার ভর্তিহরি মাহতাব বলেন, এটা আপনার চেয়ার, আপনারই সামলাতে হবে।

এরপর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রোটেম স্পিকার ভর্তিহরি মাহতাব, কর্মী ও সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।

এদিন ওম বিড়লা কণ্ঠভোটে লোকসভার স্পিকার পদে নির্বাচিত হয়েছেন। বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) প্রার্থী ওম বিড়লা বুধবার নির্বাচনে কংগ্রেসের কোডিকুনিল সুরেশ (কে সুরেশ) কে পরাজিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভার স্পিকার পদের জন্য ওম বিড়লার নাম প্রস্তাব করেছিলেন এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি তা অনুমোদন করেন। একই সময়ে, শিবসেনা (ইউবিটি) সাংসদ অরবিন্দ সাওয়ান্ত লোকসভার স্পিকার পদের জন্য কোডিকুনিল সুরেশের নাম প্রস্তাব করেছিলেন এবং আরএসপি নেতা এন কে প্রেমচন্দ্রন তা অনুমোদন করেছিলেন, কিন্তু কে সুরেশ নির্বাচনে হেরে যান



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন