ঢাকা      রবিবার, ৩০ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১
শিরোনাম

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

IMG
26 June 2024, 1:23 PM

এসআই মিলন, গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সৌরভ মোহন্ত তিলক নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ওই মোটরসাইকেলে থাকা শ্রী পূর্ণ নামে একজন গুরুত্বর আহত হয়েছে।

নিহত সৌরভ মোহন্ত তিলক (২৮) গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ইন্দ্রারপাড় এলাকার দিনেশ মহন্তের ছেলে।

আজ বুধবার সকালে দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।

এর আগে মঙ্গলবার (২৫জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা সদরের ফারাজীপাড়া (টিটিসি) নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাইবান্ধা শহরের ভাই ভাই জুয়েলার্সের কারিগর সৌরভ মোহন্ত তিলক রাতে কাজ শেষে বাড়ি যাওয়ার উদ্দেশে রওনা হন। পতিমধ্যে সদর উপজেলার ফারাজীপাড়া (টিটিসি) সামনে এসে তিলকের মোটরসাইকেলটি একটি পিকআপ ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় তিলক ও তার সাথে থাকা পূর্ণ গুরুতর আহত হয়। পরে আহত দুজনকেই গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিলককে মৃত ঘোষনা করেন ও পূর্ণের অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, পিকআপ ভ্যানটি সনাক্ত করা সম্ভব হয়নি। এঘটনায় থানায় মামলা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।





বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন