ঢাকা      রবিবার, ৩০ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১
শিরোনাম

এমপি আনার হত্যা: গ্যাস বাবুর মোবাইল উদ্ধার অভিযানে ডিবি (ভিডিও)

IMG
26 June 2024, 1:41 PM

শিপলু জামান, বাংলাদেশ গ্লোবাল: ঝিনাইদহ-৪ আসনের এমপি আনায়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত জেলা ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর ব্যবহৃত ৩টি মোবাইল ফোন উদ্ধারে অভিযান চলছে। মোবাইল ফোনগুলো উদ্ধারে ঝিনাইদহ এসেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন অর রশিদসহ ডিবির একটি টিম।

আজ বুধবার দুপুর ১২টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ঝিনাইদহে আসেন তিনি।

এরপর ঝিনাইদহ কারাগার থেকে বাবু আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আযমের নেতৃত্বে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর সংলগ্ন গাঙ্গুলি হোটেলের পিছনে একটি পুকুর থেকে মোবাইল উদ্ধার অভিযান চালাচ্ছেন।

ডুবুরি, ফায়ার সার্ভিস, ও মাছ ধরার জেলেদেরকে পুকুরে নামিয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন আইন শৃঙ্খলা বাহিনী ঝিনাইদহ শহর কঠোর নিরাপত্তা চাদরে ঘিরে রাখা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শাহীন উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন