ঢাকা      মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
শিরোনাম

নতুন বিশ্ব রেকর্ড গড়েছে ছাংএ্য মিশন: চীন

IMG
28 June 2024, 10:24 AM

সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি ডিরেক্টর পিয়ান চিকাং বলেছেন, ছাংএ্য-৬ রিটার্নারটি চাঁদের ‘অন্ধকার দিক’ থেকে বিশ্বে প্রথমবারের মতো নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে এসেছে; যা একটি বিশ্ব রেকর্ড।

তিনি বলেন, এই মিশনে ‘তিনটি প্রযুক্তিগত অগ্রগতি’ ও ‘একটি বিশ্ব রেকর্ড’ হয়েছে। ছাংএ্য-৬ মিশন চীনের মহাকাশ ইতিহাসে প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত চন্দ্র অন্বেষণ মিশন। এটি চাঁদের ‘অন্ধকার দিক’ থেকে বিশ্বে প্রথম স্বয়ংক্রিয়ভাবে নমুনা সংগ্রহ করেছে।

চিকাং বলেন, ছাংএ্য-৬ মিশন শুধুমাত্র একটি বিশ্ব রেকর্ড গড়েনি, বরং চারটি বৈজ্ঞানিক পেলোডের জন্য ইউরোপীয় মহাকাশ সংস্থা, ফ্রান্স, ইতালি ও পাকিস্তানের সাথে সহযোগিতা করেছে। এ মিশনে অনেক মূল্যবান বৈজ্ঞানিক তথ্য সংগৃহীত হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন