ঢাকা      মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
শিরোনাম

রচনার হাত থেকে ফোনটা নিলেন রাহুল, তারপর যা ঘটলো!

IMG
28 June 2024, 10:39 AM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতে সংসদ ভবনে নিজের ছবি তুলতে ব্যস্ত রচনা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ করেই সামনে হাজির কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিরোধী দলনেতা যেচে এসে কী বললেন বাংলার দিদি নম্বর ১-কে?

রচনা বন্দ্যোপাধ্যায় রুপালি পর্দার জনপ্রিয় নায়িকা। বাংলার দিদি নম্বর ১ থেকে এখন তিনি হুগলির সাংসদ। নতুন পরিচিতি পেয়েছেন রচনা। এবারের লোকসভা নির্বাচনে জেতা রচনা সংসদ পদে শপথ নিয়েছেন।

সংসদের বিশেষ অধিবেশন যোগ দিতেই এখন দিল্লিতে নায়িকা। তৃণমূল কংগ্রেসের প্রমিলা ব্রিগেড প্রথম দিন থেকেই চর্চায়। আর এবার রাহুল গান্ধীর সঙ্গে একফ্রেমে পাওয়া গেল রচনাকে।

লোকসভার বিরোধী দলনেতা হিসাবে যাত্রা শুরু করেছেন সাবেক কংগ্রেস সভাপতি রাহুল। তাঁর আচরণে মুগ্ধ রচনা। লোকসভা অধিবেশনের তৃতীয় দিন রাহুল গান্ধীর সঙ্গে সেলফি পোস্ট করেন অভিনেত্রী। জানান, সংসদের অন্দরে নিজের একটি ছবি তুলছিলেন তিনি। রাহুল এগিয়ে এসে বললেন, ‘আমি তোমার ছবি তুলে দিচ্ছি।’

ব্যক্তিগত স্তরে সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধীকে চেনেন না রচনা। তবে প্রথম সাক্ষাৎ-এ তাঁকে ভীষণ মাটির মানুষ বলে মনে হয়েছে তৃণমূল সাংসদের।

সংসদ ভবনে জমিয়ে ফটো সেশন চলছে। তবে কাজ নিয়ে কোনরকম সমঝোতা নয়, জানেন রচনা। বলছেন, ‘শুধু ছবি তুললে হবে না। কাজটা করতে হবে। সংসদে কথা বলতে হবে। যাতে হুগলির সমস্যার সমাধান হয়। সাহায্য কতোটা পাবো, জানি না! কিন্তু, আওয়াজ তুলতে হবে।’ সবটা আগে ভালোভাবে দেখে বুঝে নিতে চান রচনা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন