ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ভারত বিরোধিতা করে যারা আন্দোলনের ইস্যু খুঁজছে, তারা ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাইকেল র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আজ শুক্রবার সকালে রাজধানীতে সংসদ ভবনের সামনে থেকে এই র্যালির আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
দলের কর্মসূচি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না, আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে।’
ভারত বিরোধিতার বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ‘যারা প্রতিদিন ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। ভারত পরীক্ষিত বন্ধু।’ এছাড়া আওয়ামী লীগ দেশের তরুণ সমাজকে আলোর পথে এগিয়ে নিয়ে যাবে বলেও জানান ওবায়দুল কাদের।
পরে সংসদ ভবনের সামনে থেকে সাইকেল র্যালি শুরু হয়ে আগারগাঁও ও শিশু মেলা হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। এতে দেড় হাজার সাইকেলিস্ট অংশ নেয়।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com