ঢাকা      মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
শিরোনাম

বাংলাদেশে মুক্তি পাচ্ছে পরমব্রতের নতুন সিনেমা ‘আজব কারখানা’

IMG
28 June 2024, 1:56 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় দুই বাংলাতেই ভীষণ জনপ্রিয়। তিনি আবারও বাংলাদেশের পর্দা ভাগ করে নেবেন। শবনম ফেরদৌসী পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আজব কারখানা’য় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই ছবিটি সারাদেশে মুক্তি পাবে আগামী ১২ জুলাই।

নতুন নতুন চমক থাকছে এই সিনেমায়। প্রথমবার বড় পর্দায় অভিষেক হচ্ছে বাংলাদেশর শীর্ষ র‌্যাম্প মডেল শাবনাজ সাদিয়া ইমির। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মেধাবী অভিনেত্রী দিলরুবা দোয়েল। আরও দেখা যাবে বাংলার লোকগানের একাধিক গুণী শিল্পীকে।

অতিথি চরিত্রে অভিনয় করেছেন ফাহমিদা নবী, আসিফ ইকবালের মতো তারকারাও। সামিয়া জামান প্রযোজিত সরকারি অনুদানের এই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা, পোস্টার উন্মোচন ও টিজার প্রকাশ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত ক্লাবে আয়োজন করা হয় এক প্রীতি অনুষ্ঠানের। এতে অংশ নিতে কলকাতা থেকে ছুটে আসেন পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়া সিনেমা সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।

প্রযোজক সামিয়া জামান বলেন, ‘ছবিটি নিয়ে আমরা অনেক বছর ধরে কাজ করেছি। অবশেষে যে দর্শকের জন্য সিনেমাটি নির্মাণ করেছি তাদের দেখানোর সুযোগ তৈরি হয়েছে। আমরা আগামী ১২ জুলাই থেকে প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।’

নির্মাতা শবনম ফেরদৌসী বলেন, ‘আমার জন্য দিনটি খুবই বিশেষ। কারণ, আমার প্রথম সিনেমার মুক্তির তারিখ সবার সঙ্গে শেয়ার করতে পারছি। একই সঙ্গে আমি আরেকটি ছবি শুরু করতে যাচ্ছি, যেটার জন্যও সরকারি অনুদান পেয়েছি। অনেক স্বপ্ন আর কষ্ট নিয়ে ‘আজব কারখানা’ করেছি। বাংলাদেশ সরকার এবং প্রযোজক সামিয়া জামান সহায়তা না করলে আমার এই স্বপ্নের ছবিটি আলোর মুখ দেখতো না। পরমব্রত এতো কষ্ট করেছে বলার মতো নয়। এমনও দিন গেছে তার মতো তারকা অভিনেতা খেয়েছে কিনা সেই খোঁজটুকু আমি নিতে পারিনি কাজের চাপে। সে মুখ বুজে কাজ করেছে। এছাড়া প্রতিটি শিল্পী যার যার জায়গা থেকে কাজটি নিজের মতো করে করেছে।’

পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, ‘ছবিটি করতে রাজি হয়েছিলাম শুধুমাত্র গানের প্রতি ভালোবাসা থেকে। কারণ গানের পরিবেশেই আমার বেড়ে ওঠা। আমার বাবা-মা দুজনই বাংলা গানের প্রচার প্রসারে কাজ করে গেছেন। আমি নিজেও সাধুসঙ্গসহ অনেক কিছু করেছি বাংলা গানকে ভালো করে জানতে। সেই বাংলার গান নিয়ে একটি চলচ্চিত্র হচ্ছে, যেখানে আমি একজন রকস্টারের চরিত্র করতে পারবো, এই লোভ সামলাতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘ছবিটি এর আগে কলকাতায় দু'বার প্রদর্শিত হয়েছে। একবার প্রদর্শনের সময় আমি উপস্থিত ছিলাম। তখন ছবিটি দর্শকের কেমন লেগেছে, সেটি তাদের চোখে মুখে আমি দেখেছি। কারণ গান ভালোবাসে এমন অজস্র দর্শক আমাদের বাংলায় রয়েছে। আমার বিশ্বাস তারা এই ছবিটি দেখবেন।’

শাবনাজ সাদিয়া ইমি বলেন, ‘‘আমি এমন একটি ছবি দিয়ে আত্মপ্রকাশ করতে চেয়েছিলাম, যেটি নিয়ে সব সময় প্রাউড ফিল করতে পারি। ‘আজব কারখানা’ তেমনি একটি সিনেমা। ছবিটি করতে রাজি হই আমার বিপরীতে পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা আছে দেখে। তার সঙ্গে কাজ করে আমি অভিনেত্রী হিসেবে অনেক উন্নত হয়েছি বলে মনে করি। আমার আগামী কাজগুলো নির্ভর করবে এই ছবির ফলাফলের ওপর। তাই আমি সবাইকে বলবো আমরা ছবিটি হলে এসে দেখুন, আশা করছি নিরাশ হবেন না।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন