ঢাকা      মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
শিরোনাম

নিজের সংস্থা থেকে কতো বেতন নেন বিশ্বের ১৯তম ধনী আদানি?

IMG
28 June 2024, 2:44 PM

বিজনেস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বিপুল ঐশ্বর্যের মালিক তিনি। বিশ্বের প্রথম ২০ জন ধনীর মধ্যে অন্যতম। বার বার শিরোনামে এসেছেন গৌতম আদানি। এবার তিনি শিরোনামে তাঁর বেতনের জন্য। আদানি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হিসাবে যে বেতন গৌতম পান, তা নাকি বেশ কম। রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির থেকে নাকি তাঁর বেতন অনেকটাই কম। ভারতে আদানি দ্বিতীয় ধনী ব্যক্তি। তাঁর সম্পত্তির পরিমাণ ৮ হাজার ৫০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৭ লাখ কোটি টাকা।

গোটা পৃথিবীতে ধনীদের তালিকায় ১৯ নম্বরে নাম রয়েছে তাঁর। মোট সম্পত্তির নিরিখে ভারতে বেশ কয়েকবার তিনি ছাপিয়ে গিয়েছেন মুকেশকে। তবে তাঁর বেতন কিন্তু অন্য কথা বলে। ২০০৯ সাল থেকে মুকেশ বেতন পান ১৫ কোটি টাকা। প্রতি মাসে ওই বেতন পান রিলায়েন্স কর্তা।

২০২৩-২৪ অর্থবর্ষে গৌতম পেয়েছেন ৯.২৬ কোটি টাকা। আদানি এন্টারপ্রাইস লিমিটেড (এইএল) এবং আদানি পোর্টজ অ্যান্ড এসইজেড লিমিটেড (এপিএসইজেড) থেকেই মূলত ওই বেতন পান তিনি। এইএল থেকে গৌতম ২০২৩-২৪ অর্থবর্ষে বেতন পেয়েছেন ২.১৯ কোটি টাকা। ভাতা পেয়েছেন ২৭ লাখ টাকা। অর্থাৎ ওই সংস্থা থেকে মোট ২.৪৬ কোটি টাকা পেয়েছেন তিনি। গত বছরের থেকে তিন শতাংশ বেতন বৃদ্ধি পেয়েছে তাঁর।

যদিও ওই একই সংস্থা থেকে গৌতমের পরিবারের সদস্যরা কিন্তু তাঁর থেকে বেশি বেতন পান। ভাই রাজেশ আদানি এবং ভাইপো প্রণব আদানির বেতন গৌতমের থেকে বেশি। রাজেশ এইএল থেকে পান ৮.৩৭ কোটি টাকা বেতন। যার মধ্যে ৪.৭১ কোটি টাকা লাভের কমিশন হিসাবে পান। প্রণব পান ৬.৪৬ কোটি টাকা বেতন। তার মধ্যে ৪.৫ কোটি টাকা কমিশন হিসাবে পান।

এইএলের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে রয়েছেন বিনয় প্রকাশ। তাঁর বেতন বছরে ৮৯.৩৭ কোটি টাকা। সংস্থার চিফ ফিনানশিয়াল অফিসার যুগশিন্দর সিংহের বেতন ৯.৪৫ কোটি টাকা। এপিএসইজেড থেকে ২০২৪-২৫ অর্থবর্ষে গৌতম বেতন পেয়েছেন ১.৮ কোটি টাকা। তার সঙ্গে কমিশন পেয়েছেন ৫ কোটি টাকা।

এপিএসইজেড থেকে গৌতমের ছেলে করণ বেতন পেয়েছেন ৩.৯ কোটি টাকা। যদিও তাঁর ছেলে, ভাই এবং ভাইপো একাধিক সংস্থা থেকে বেতন পান না। এইএল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছর তাদের কর্মীদের ১২ শতাংশ বেতন বৃদ্ধি পায়।

মুকেশ আম্বানি অতিমারির সময় থেকে আর বেতন নেন না। তার আগে ১৫ কোটি টাকা ছিল তাঁর মাসিক বেতন। টেলিকম সংস্থার কর্তা সুনীল ভারতী মিত্তাল ২০২২-২৩ অর্থবর্ষে বেতন পেয়েছিলেন ১৬.৭ কোটি টাকা। ওই বছর রাজীব বাজাজ পেয়েছিলেন ৫৩.৭ কোটি টাকা, পবন মুঞ্জল ৮০ কোটি টাকা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন