ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১
শিরোনাম

মন্ত্রীর বাসার লিফটে মারধর, অভিযুক্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

IMG
19 June 2024, 8:36 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমানের বাসার লিফটে প্রাণিসম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তাকে মারধরে অভিযুক্ত অধিদপ্তরের সেই জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (লিড, ডেপুটেশন অ্যান্ড ট্রেনিং রিজার্ভ) মো. আজিজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি ১২ (১) মোতাবেক ১৯ জুন চাকরি থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

এর আগে গত ১৩ জুন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মলয় কুমার শূরকে মারধরের অভিযোগ ওঠে আজিজুল ইসলামের বিরুদ্ধে।

এ ঘটনায় ডিএমপির শাহবাগ থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন ভুক্তভোগী কর্মকর্তা মলয় কুমার শূর।

জানা গেছে, গত ১৩ জুন রাতে রাজধানীর পরিবাগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমানের বাসার লিফটে মলয় কুমারকে মারধর করে রক্তাক্ত জখম করেন মো. আজিজুল। প্রশাসনিক কাজে পরিচালক (প্রশাসন) মলয় কুমার মন্ত্রী আব্দুর রহমানের বাসায় যান। অফিসিয়াল কথা সেরে লিফটে নিচে নামতেই পূর্ব থেকে লিফটের সামনে ওঁত পেতে থাকা আজিজুল ইসলাম মলয় কুমার সুরকে পূর্ব শত্রুতা জের ধরেই মুখে বুকে বিভিন্ন জায়গায় আঘাত করেন।

এতে মলয় কুমার গুরুতর আহত হন । তার শরীর থেকে রক্তক্ষরণ হতে থাকে। পরে ওই ভবনের নিরাপত্তা কর্মীরা এগিয়ে এলে আজিজ পালিয়ে যান।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, প্রশাসনিক বিষয়ে দিকনির্দেশনার জন্য প্রাণিসম্পদমন্ত্রী তার বাসভবন দিগন্ত টাওয়ারে মলয় কুমারকে ডেকে পাঠান। পরে ১৩ জুন রাত সোয়া ৮টার দিকে মন্ত্রীর বাসায় যান তিনি। কাজ শেষে সোয়া ৯টার দিকে টাওয়ারের লিফটে নিচতলায় নামেন। অভিযুক্ত আজিজুল আগে থেকে লিফটের সামনে অবস্থান করছিলেন। লিফটের দরজা খোলার সঙ্গে সঙ্গে মলয় শূরকে ধাক্কা দিয়ে লিফটের ভেতর ফেলে দেন আজিজুল। হত্যার উদ্দেশ্যে মাথা ও নাকে আঘাত করে জখম করেন। মলয় চিৎকার করলে নিরাপত্তা প্রহরীরা এগিয়ে আসেন, তখন আজিজুল পালিয়ে যান।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন