ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

আ. লীগের সমাবেশে যোগ দিতে শাহবাগে নেতাকর্মীদের ভিড়

IMG
23 June 2024, 3:16 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে চলছে। আজ রোববার দুপুর ২টা থেকে প্রধানমন্ত্রী সমাবেশস্থলে আছেন।

এরই মধ্যে ঢাকা শহরের বিভিন্ন ইউনিট থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো গয়েছেন।

সমাবেশ উপলক্ষে রাজধানীর দূর দূরান্ত থেকে দলটির নেতাকর্মীরা বাস, ট্রাক ও বিভিন্ন যানবাহনে করে শাহবাগ জড়ো হয়েছেন। সেখান থেকে দলে দলে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন তারা।

সমাবেশ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর ও গাজীপুর মহানগরসহ দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসছেন সমাবেশস্থলে৷ এসময় কেউ ট্রাক, কেউ বা বাসে নেতাকর্মীদের নিয়ে আসছেন। কেউ বা ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে উদ্যানে প্রবেশ করছেন।

ঢাকা মহানগরীর উত্তরের আওয়ামী লীগের কর্মী রাহাদ সরকার জাগো নিউজকে বলেন, খিলক্ষেত থানা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক হিসেবে আছি। সকাল থেকে নেতাকর্মীদের জড়ো করে সমাবেশের জন্য রওয়ানা হয়েছি। আওয়ামী লীগ দেশের সবচেয়ে সফল রাজনৈতিক দল। আজ প্রধানমন্ত্রী আমাদের দিক-নির্দেশনা দেবেন। তার নেতৃত্বে এগিয়ে যাবো আমরা।

এদিকে, সমাবেশে এসেছেন যুবলীগের নেতাকর্মীরাও। শাহবাগ মোড়ে বনানী থানা যুবলীগের কর্মী রনি তালুকদার জানান, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ অন্যান্য বারের চেয়ে আলাদা। এবার প্লাটিনাম জয়ন্তী। সবাই মিলে সমাবেশকে সফল করার উদ্দেশ্যে এসেছি।

সমাবেশকে ঘিরে করা নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো এলাকাজুড়ে। রাজধানীর মড়্যে ভবন থেকে শাহবাগ মোড় পর্যন্ত ৩টি চেক পোস্ট বসানো হয়েছে। তৎপর রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও ভিআইপি গেটে কড়া তদারকির মাধ্যমে অতিথিদের সমাবেশস্থলে প্রবেশ করানো হচ্ছে।





বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন