ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

মোদি-শাহের অহঙ্কার চূর্ণ হয়েছে: মমতা

IMG
04 June 2024, 7:21 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের পশ্চিমবঙ্গে ফের মমতা বন্দ্যোপাধ্যায় ঘাসফুলের জয়জয়কার ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘‘মোদি-শাহের অহঙ্কারের পতন হয়েছে ৷ মানুষ ওদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে ৷ এই জয় মানুষের জয়, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র জয়। আমি আমার সমস্ত ‘ইন্ডিয়া’র সঙ্গীদের সমর্থন জানাচ্ছি। যাঁরা আছেন। যাঁরা আমাদের সঙ্গে জুড়তে চান। তাঁদের প্রত্যেককে আমার শুভেচ্ছা।’’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যে অযোধ্যাকে নিয়ে এত কিছু করেছে, সেই অযোধ্যাতেও বিজেপি হেরেছে। এত অহঙ্কার কারোর জন্য ঠিক নয়। তিন মাস ধরে নির্বাচন চলতে পারে না। ডেভলপমেন্টের কাজ হয় না। আমাদের পার্টির যারা হেরেছে তাদের টাকা দিয়ে হারিয়ে দেওয়া হয়েছে। আমি চাই মোদিজি পদত্যাগ করুক, হোম মিনিস্টার পদত্যাগ করুক। এই জয় ইন্ডিয়ার জয়। দেশের জয়। মোদি যদি ক্ষমতায় না থাকত তাহলে মোদির আসন এর অর্ধেক হতো। আমি কিছু চাই না, আঞ্চলিক রাজ্যগুলোর টাকা কেন্দ্র দিক। ইডি, সিবিআই যে কাজগুলো ওরা করে এই কাজগুলো অবিলম্বে বন্ধ করুক। যদি বন্ধ না করে, তাহলে এমন মুভমেন্ট হবে কেউ আটকাতে পারবে না।

আমি শেয়ার মার্কেট বুঝি না। কাল শেয়ার মার্কেটে কী হয়েছে? আমাদের রাজ্যে সব নেতাকে হুমকি দিয়েছে, সব বিধায়ক, সব কাউন্সিলরকে হুমকি দিয়েছে।দু-তিনজনকে তো টাকা পাঠিয়েছে। যে অযোধ্যাকে নিয়ে এত কিছু করেছে সেই অযোধ্যাতেও বিজেপি হেরেছে। এত অহঙ্কার কারোর জন্য ঠিক নয়।

মতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিহারে ফল আসল নয়। আমি তেজস্বী, উদ্ধব, অখিলেশ, শরদ পাওয়ারকে ধন্যবাদ জানিয়েছি। রাহুলকে এসএমএস দিয়েছি। ওরা যদিও আমার সঙ্গে এখনও যোগাযোগ করেনি ৷ আমি খুশি মোদি একা ক্ষমতায় আসেননি। ওনার পদত্যাগ করা উচিত। ক্রেডিবিলিটি নষ্ট হয়েছে। নীতিশ আর টিডিপির পায়ে ধরছে। এদের আমি চিনি। ইন্ডিয়া ভাঙতে পারবে না জেতার পরেও ইসি চেষ্টা করছে আসন বাড়াতে। অখিলেশ আমাকে বলেছে সার্টিফিকেট দিচ্ছে না ৷ বিহারে ফল আসল নয়। আমি তেজস্বী, উদ্ধব, অখিলেশ, শরদ পাওয়ারকে ধন্যবাদ জানিয়েছি। রাহুলকে এস এম এস দিয়েছি।’’

সূত্র: নিউজ বাংলা ১৮

বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন