ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১
শিরোনাম

তুরস্কে ভয়াবহ দাবানলে ৫ জনের মৃত্যু

IMG
21 June 2024, 5:27 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক , বাংলাদেশ গ্লোবাল: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ৫ জনের মৃত্যু এবং ৪০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

ফাহরেতিন কোকার বরাত দিয়ে আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ জুন) রাতে দিয়াবাকির এবং মারদিন শহরের মধ্যবর্তী অঞ্চলে ভয়াবহ দাবানলে ৫ জনের প্রাণহানি এবং ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেন, বৃহস্পতিবার গভীর রাতে দিয়াবাকিরের দক্ষিণের একটি এলাকায় আগুনের সূত্রপাত হয়। এ সময় বাতাসের বেগে আশপাশের অঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উদ্ধারকর্মী এবং দমকলকর্মীরা পৌঁছায়। এরপর তারা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন