ঢাকা      শনিবার, ২৯ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

অনিয়মিত অভিবাসন রোধে কাজ করবে বাংলাদেশ-ইতালি (ভিডিও)

IMG
25 June 2024, 5:01 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ইতালিতে অনিয়মিত অভিবাসন বন্ধ এবং বৈধপথে দেশ‌টি‌তে দক্ষ কর্মী পাঠাতে একস‌ঙ্গে কাজ করতে সম্মত হ‌য়ে‌ছে বাংলাদেশ ও ইতালি। একইস‌ঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায় উভয়পক্ষ।

সোমবার (২৪ জুন) ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের রাজনৈতিক পরামর্শক সভায় উভয়পক্ষ এসব বিষ‌য়ে একমত পোষণ ক‌রেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সভায় বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং ইতালির পক্ষে দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মহাসচিব রিকার্ডো গুয়ারিগলিয়া নেতৃত্ব দেন। সভায় রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, আইসিটি এবং সাইবার নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, গ‌তিশীল অভিবাসনে সহযোগিতা ও অনিয়মিত অভিবাসন রোধ এবং বাংলাদেশ থেকে ইতালিতে আইনি পথে কর্মী যাবার বিষ‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে।

এছাড়া সভায় ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা, রোহিঙ্গা সংকট, সহিংস চরমপন্থা প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা, মিয়ানমার ও আফগানিস্তানের পরিস্থিতি এবং ইউক্রেন ও গাজার যুদ্ধসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয়।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন