ঢাকা      শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
শিরোনাম

চীনে চালু হলো এলএনজি পরিবহনকারী সুবিশাল জাহাজ

IMG
28 April 2024, 10:43 PM

বিজনেস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চীনের চিয়ানসু প্রদেশের ছিতোং শহরে এলএনজি পরিবহনকারী বিশালাকার একটি জাহাজ চালু হয়েছে। জাহাজটি নদী ও সমুদ্রে চলাচল করবে এবং মাসে ৪ লাখ ৮০ হাজার বাড়ির গ্যাস পরিবহনে সক্ষম এটি।

১৩৩ মিটার দীর্ঘ জাহাজটিতে একটি স্ট্যান্ডার্ড ফুটবল মাঠের চেয়েও বড় আকারের ডেক রয়েছে। এর ২০ মিটারেরও বেশি উচ্চতার দু’টি ট্যাংকে ১২ হাজার ঘনমিটার তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহন করা যাবে।

সেতুর নিচ দিয়ে পারাপার হওয়ার সময় জাহাজের মাস্টটিও ভাঁজ করা যায়। জাহাজের কর্মীরা জানিয়েছেন, জাহাজটির মাধ্যমে চীনে আরও বেশি সংখ্যক বিদেশি কার্গো এবং আরও অধিক প্রাকৃতিক গ্যাস পরিবহন করা যাবে। এর মাধ্যমে এটি চীনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন