ঢাকা      মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম
  • লোকসভা নির্বাচনের ফলাফল LIVE: মোদির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রাহুল
  • কাঁথিতে এগিয়ে তৃণমূল, পিছিয়ে সৌমেন্দু অধিকারী আরামবাগে এগিয়ে তৃণমূল প্রার্থী মিতালি বাগ মালদহ দক্ষিণে পিছিয়ে গেলেন কংগ্রেসের ইশা, এগিয়ে বিজেপি ঘাটালে এগিয়ে হিরণ, পিছিয়ে দেব হুগলিতে পিছিয়ে গেলেন লকেট, এগিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় প্রথম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূলের শান্তিরাম মাহাতো বসিরহাটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম জঙ্গিপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান কৃষ্ণনগরে ১৭ হাজার ভোটে এগিয়ে মহুয়া মৈত্র বনগাঁয় এগিয়ে বিজেপির শান্তনু ঠাকুর পুরুলিয়ায় প্রথম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রথম রাউন্ড শেষে মেদিনীপুরে এগিয়ে বিজেপির অগ্নিমিত্রা পাল বর্ধমান পূর্বে এগিয়ে গেল তৃণমূল, পিছিয়ে বিজেপি হুগলিতে প্রথম রাউন্ডের পর এগিয়ে লকেট বহরমপুরে এগিয়ে গেল বিজেপি, পিছিয়ে অধীর দার্জিলিঙে এগিয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তা ঝাড়গ্রামে এগিয়ে গেল তৃণমূল, পিছিয়ে বিজেপি জয়নগরে এগিয়ে তৃণমূলের প্রতিমা মণ্ডল ডায়মন্ড হারবারে ৩২ হাজার ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় এগিয়ে সুজাতা মণ্ডল, পিছিয়ে গেল বিজেপি বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ পিছিয়ে, এগিয়ে তৃণমূল বীরভূমে এগিয়ে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ দার্জিলিঙে এগিয়ে তৃণমূল প্রার্থী গোপাল লামা কৃষ্ণনগরে পিছিয়ে মহুয়া, এগিয়ে আছেন বিজেপির অমৃতা রায় এক বার পিছিয়ে পড়েও ফের এগিয়ে গেলেন মোদী ঘাটালে এগিয়ে তৃণমূল প্রার্থী দেব, পিছিয়ে হিরণ আলিপুরদুয়ারে এগিয়ে তৃণমূলের প্রকাশ চিক বরাইক শ্রীরামপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরে এগিয়ে বিজেপির সৌমিত্র খাঁ, পিছিয়ে তৃণমূলের সুজাতা মণ্ডল বালুরঘাটে পিছিয়ে গেলেন সুকান্ত মজুমদার, এগিয়ে তৃণমূলের বিপ্লব মিত্র বাঁকুড়ায় এগিয়ে তৃণমূলের অরূপ চক্রবর্তী, পিছিয়ে বিজেপির সুভাষ সরকার ব্যারাকপুরে পিছিয়ে অর্জুন সিংহ, এগিয়ে তৃণমূলের পার্থ ভৌমিক পোস্টাল ব্যালটে বারাসতে এগিয়ে তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার কলকাতা দক্ষিণ কেন্দ্রে এগিয়ে তৃণমূলের মালা রায় জঙ্গিপুরে এগিয়ে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ মুর্শিদাবাদে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী আবু তাহের খান, পিছিয়ে সেলিম বহরমপুরে এগিয়ে গেলেন অধীর চৌধুরী অমেঠীতে এগিয়ে কংগ্রেস, পিছিয়ে স্মৃতি ইরানি মালদহ দক্ষিণে আবার এগিয়ে গেলেন কংগ্রেসের ইশা বসিরহাট কেন্দ্রে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র মথুরাপুরে তৃণমূল প্রার্থী বাপি হালদার এগিয়ে বীরভূমে পিছিয়ে শতাব্দী রায়, এগিয়ে বিজেপির দেবতনু বারাণসীতে পিছিয়ে পড়লেন নরেন্দ্র মোদী প্রথম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া রায়গঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী কার্তিক পাল বিষ্ণুপুরে এগিয়ে তৃণমূলের সুজাতা মণ্ডল বোলপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মাল মালদহ উত্তরে এগিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম দ্বিতীয় রাউন্ড গণনার শেষে মালদহ দক্ষিণে এগিয়ে বিজেপি উলুবেড়িয়ায় তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ এগিয়ে হাওড়ায় প্রথম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় তমলুকে পোস্টাল ব্যালটে এগিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাদবপুরে এখনও পর্যন্ত তৃতীয় স্থানে সিপিএমের সৃজন কোচবিহারে এগিয়ে তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এগিয়ে তৃণমূল মালদহ দক্ষিণে পিছিয়ে গেলেন কংগ্রেসের ইশা মালদহ উত্তরে এগিয়ে বিজেপির খগেন মুর্মু মুর্শিদাবাদে এখনও এগিয়ে মহম্মদ সেলিম মালদহ দক্ষিণে এগিয়ে কংগ্রেসের ইশা খান চৌধুরী কৃষ্ণনগরে আবার এগিয়ে গেলেন বিজেপির অমৃতা রায়, পিছিয়ে মহুয়া বহরমপুরে তৃতীয় স্থানে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান বহরমপুরে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী নির্মল, পিছিয়ে অধীর গণনার দিন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখার বাড়িতে হুমকির অভিযোগ রানাঘাটে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার পোস্টাল ব্যালটে কাঁথিতে এগিয়ে সৌমেন্দু অধিকারী বাঁকুড়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী কৃষ্ণনগরে আবার এগিয়ে গেলেন মহুয়া আসানসোলে এগিয়ে বিজেপি প্রার্থী অহলুওয়ালিয়া পুরী কেন্দ্রে এগিয়ে বিজেপির সম্বিত পাত্র ঘাটালে এগিয়ে গেলেন দেব মহারাষ্ট্রের বারামতী কেন্দ্রে এগিয়ে পওয়ার-কন্যা সুপ্রিয়া সুলে বোলপুর লোকসভায় পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূল উত্তরপ্রদেশের কনৌজ কেন্দ্রে এগিয়ে অখিলেশ যাদব বীরভূমে এগিয়ে গেলেন শতাব্দী রায় গুজরাতের গান্ধীনগর কেন্দ্রে এগিয়ে অমিত শাহ কৃষ্ণনগরে পিছিয়ে পড়লেন মহুয়া মৈত্র ডায়মন্ড হারবারে বিজেপি এজেন্টদের মারধর? ধর্নায় প্রার্থী অভিজিৎ মথুরাপুরে বিজেপি প্রার্থী অশোক পুরকায়স্থ এগিয়ে পুরুলিয়ায় এগিয়ে বিজেপির জ্যোতির্ময় মাহাতো ডায়মন্ড হারবারে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জঙ্গিপুরে এগিয়ে গেল কংগ্রেস বারাণসীতে এগিয়ে নরেন্দ্র মোদী রানাঘাটে এগিয়ে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী রায়বরেলী ও ওয়েনাড়, দুই কেন্দ্রেই এগিয়ে রাহুল গান্ধী বীরভূমে পিছিয়ে শতাব্দী, এগিয়ে বিজেপির দেবতনু কসবা বিধানসভা কেন্দ্রে গণনা শুরু হতে বিলম্ব ঝাড়গ্রামে এগিয়ে তৃণমূলের কালীপদ সোরেন আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপির মনোজ টিগ্গা উত্তর কলকাতায় তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে মুর্শিদাবাদে এগিয়ে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম বালুরঘাট কেন্দ্রে এগিয়ে সুকান্ত মজুমদার জয়নগর লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূলের প্রতিমা মণ্ডল জঙ্গিপুর কেন্দ্রে এগিয়ে তৃণমূলের খলিলুর রহমান শুরুতে জয়নগরে এগিয়ে তৃণমূলের প্রতিমা মণ্ডল পোস্টাল ব্যালটে যাদবপুরে এগিয়ে সায়নী ঘোষ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এগিয়ে মহুয়া মৈত্র সকাল থেকে বৃষ্টি বালুরঘাটে, গণনাকেন্দ্রে সুকান্ত দেশের ৪২ কেন্দ্রে চলছে ভোটগণনা গণনার আগের রাতে বিস্ফোরণ, ভাঙড়ে আহত আইএসএফের পাঁচ জন বহরমপুরে গণনার শুরুতে এগিয়ে কংগ্রেস শুরু হল ভোটগণনা, প্রথমে গোনা হচ্ছে পোস্টাল ব্যালট এবং ইটিবিপি প্রতি গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তা, দফায় দফায় চলছে তল্লাশি রাজ্যের মোট ৫৫টি কেন্দ্রের ৪১৮টি কক্ষে হবে ভোটগণনা কলকাতা উত্তরের ভোটগণনা নেতাজি ইন্ডোরে, দক্ষিণে সাত গণনাকেন্দ্র গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ বাংলার প্রতিটি কেন্দ্রে গড়ে ১৭ রাউন্ড করে ভোটগণনা আবার মসনদে মোদী? না চমক ‘ইন্ডিয়া’র? উত্তর মিলবে একটু পরেই ‘কাউকে ভয় না পেয়ে কাজ করুন’, গণনার আগে আমলাদের বার্তা খড়্গের দেশের ৫৪২টি কেন্দ্রে ভোটগণনা চলবে, সুরাতে আগেই ‘জয়ী’ বিজেপি বিরোধীদের ‘গৃহবন্দি’ করছে প্রশাসন, অভিযোগ অখিলেশের বাংলার দুই কেন্দ্রে লোকসভায় ভোট পড়েছে উপনির্বাচনের চেয়ে বেশি রবি এবং সোমে কমিশনের দেওয়া ভোটদানের হারের তথ্যে ফারাক বারাসত ও মথুরাপুরের দুই বুথে চলছে পুনর্নির্বাচন বুথফেরত সমীক্ষা বিশ্বাস করি না, আমরা জিতব: মমতা পুনর্নির্বাচনের দাবি ডায়মন্ড হারবার-মথুরাপুরে, কমিশনে বিজেপি নদিয়ায় বিজেপি কর্মীকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ নৈহাটিতে তৃণমূলের পার্টি অফিসের সামনে বোমাবাজি ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ বিকেল ৫টা পর্যন্ত দেশের ৫৭ আসনে গড় ভোটদানের হার ৫৮.৩৪ শতাংশ বিকেল ৫টা পর্যন্ত বাংলার নয় আসনে গড় ভোটদানের হার ৬৯.৮৯ শতাংশ দুপুর ৩টে পর্যন্ত দেশের ৫৭ আসনে গড় ভোটদানের হার ৪৯.৬৮ শতাংশ দুপুর ৩টে পর্যন্ত বাংলার নয় আসনে গড় ভোটদানের হার ৫৮.৪৬ শতাংশ দুপুর ১টা পর্যন্ত দেশের ৫৭ আসনে গড় ভোটদানের হার ৪০.০৯ শতাংশ দুপুর ১টা পর্যন্ত বাংলার নয় আসনে গড় ভোটদানের হার ৪৫.০৭ শতাংশ তৃণমূলের বিরুদ্ধে কলকাতায় ছাপ্পার অভিযোগ, কমিশনে কংগ্রেস সকাল ১১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ২৮.১০% সন্দেশখালিতে মাথা ফাটল তৃণমূল কর্মীর, অভিযুক্ত বিজেপি বরাহনগরে সিপিএম প্রার্থীর সঙ্গে বচসা তৃণমূল কাউন্সিলরের সকাল ১১টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ২৬.৩% সকাল ১১টা পর্যন্ত বাংলায় প্রায় দেড় হাজার অভিযোগ জমা পড়ল কমিশনে ভোটবাক্সে মানুষ বঞ্চনার জবাব দেবেন, ভোট দিয়ে বললেন অভিষেক প্রথম দু’ঘণ্টায় দেশের ৫৭ আসনে গড় ভোটদানের হার ১১.৩১ শতাংশ সকাল ৯টা পর্যন্ত বাংলার ন’আসনে ভোট পড়ল ১২.৬৩ শতাংশ সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাংলায় ৭১৫টি অভিযোগ জমা কমিশনে বারুইপুরে বাম প্রার্থী সৃজনকে ঘিরে বিক্ষোভ, উত্তেজনা এলাকায় কলকাতা দক্ষিণের বাম প্রার্থীর এজেন্টের গাড়িতে ভাঙচুরের অভিযোগ শনিবার থেকে ছবির জগতে ফিরছেন, ভোট দিয়ে জানিয়ে দিলেন মিঠুন ‘গণতন্ত্রকে প্রাণবন্ত করে তুলুন’, শেষ দফার আগে আর্জি মোদীর ভোটের সকালে আবারও উত্তপ্ত ভাঙড়, তৃণমূল-আইএসএফ খণ্ডযুদ্ধ চলছে দেশের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ বাংলার ৯টি কেন্দ্র-সহ দেশের ৫৭ কেন্দ্রে শুরু ভোটগ্রহণ সপ্তম দফায় ভোট হচ্ছে সাত রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে শনিবার ভোট হচ্ছে প্রধানমন্ত্রী মোদীর কেন্দ্র বারাণসীতেও ৬ জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শেষ দফায় বাংলায় মোতায়েন থাকবে ৯৬৭ কোম্পানি বাহিনী: কমিশন ১০০ শতাংশ বুথেই হবে ওয়েব কাস্টিং, জানাল কমিশন ভোটপ্রচারে সবচেয়ে বেশি হেলিকপ্টার ব্যবহার করেছে তৃণমূল: কমিশন রেখা পাত্রের পাঁচ সঙ্গীকে শর্তসাপেক্ষে জামিন দিল কলকাতা হাই কোর্ট কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী মোদী কাউন্টিং এজেন্ট হিসাবে কোনও শিক্ষককে নিয়োগ নয়: কমিশন একগুচ্ছ অভিযোগ নিয়ে কমিশনে বিজেপির প্রতিনিধিদল সোনা পাচারের অভিযোগে আটক শশী তারুরের ব্যক্তিগত সচিব ৪৮ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী ঠিক করবে ‘ইন্ডিয়া’, দাবি জয়রাম রমেশের ভোট ঘোষণার পর থেকে ১০৮ কোটির মদ উদ্ধার কমিশনের মিছিল শেষে সুদীপ-কুণালের সঙ্গে কথা বললেন মমতা ভোটের তিন দিন আগে শওকত মোল্লাকে তলব সিবিআইয়ের

শিক্ষার্থী ভিসায় কঠিন শর্ত আরোপ করল অস্ট্রেলিয়া

IMG
09 May 2024, 11:08 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বিদেশি শিক্ষার্থীদের আগমন নিয়ন্ত্রণে এবার ভিসার আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রদর্শনের জন্য সঞ্চিত অর্থের পরিমাণ বৃদ্ধি করেছে অস্ট্রেলিয়ার সরকার। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, যেসব বিদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় ভিসার জন্য আবেদন করবেন, তাদের অবশ্যই ন্যূনতম ২৯ হাজার ৭১০ অস্ট্রেলীয় ডলারের বাংলাদেশি মুদ্রায় (২১ লাখ ৪৬ হাজার ৯২২ টাকা) সমপরিমাণ অর্থ সঞ্চিত থাকতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সঞ্চিত অর্থ সংক্রান্ত ব্যাংক নথি প্রদর্শন করতে হবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসায় আবেদনে যেসব কাগজপত্র-নথি সংযুক্ত করা বাধ্যতামূলক, সেসবের মধ্যে ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ বিষয়ক নথিও অন্তর্ভুক্ত। এই নথি অন্তর্ভুক্ত করা না হলে আবেদন গ্রহণ করার নিয়ম নেই।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার আবেদনের জন্য আগে প্রদর্শনযোগ্য সঞ্চিত অর্থের বাধ্যবাধকতা ছিল ন্যূনতম ২১ হাজার ৪১ অস্ট্রেলীয় ডলার, পরে ২০২৩ সালের অক্টোবরে তা বৃদ্ধি করে ২৪ হাজার ৫০৫ অস্ট্রেলীয় ডলারে উন্নীত করা হয়। সেই হিসেবে এবার দ্বিতীয় দফায় বাড়ানো হলো প্রদর্শনযোগ্য সঞ্চিত অর্থের পরিমাণ।

আগামীকাল শুক্রবার থেকে নতুন এই নিয়ম কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়েছে সরকারি বিবৃতিতে।

প্রসঙ্গত, কানাডার মতো অস্ট্রেলিয়ারও বিদেশি মুদ্রা উপার্জনের একটি বড় খাত আন্তর্জাতিক শিক্ষার্থীরা। ২০২২-২৩ অর্থবছরে এই খাত থেকে ৩৬ হাজার ৪০০ কোটি অস্ট্রেলীয় ডলার আয় করেছে দেশটি।

করোনা মহামারির পর থেকে অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগমনের হার বেড়েছে। তবে এই শিক্ষার্থীদের অধিকাংশই পড়াশোনা শেষে সেখানে স্থায়ী হওয়ার পরিকল্পনা নিয়ে পাড়ি জমিয়েছেন। মহামারির আগে যেসব শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন, তাদেরও একটি বড় অংশ আর নিজ দেশে ফেরত যাননি। ২০২৩ সালের গোটা বছরে বিভিন্ন দেশ থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছেন রেকর্ড ৫ লাখ ৪৮ হাজার ৮০০ জন শিক্ষার্থী। দেশটির ইতিহাসে এর আগে এক বছরে এত বেশি সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থীর আগমণ ঘটেনি।

এই বিপুল সংখ্যক অভিবাসী আগমনের সরাসরি প্রভাব পড়েছে দেশটির আবাসন ব্যবস্থায়। আবাসন ব্যায় দিন দিন বাড়ছে অস্ট্রেলিয়ায়, ফলে নাগরিকদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।

এর আগে গত মার্চে ভিসা আবেদনের জন্য শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় আবশ্যিক দক্ষতা বৃদ্ধির শর্ত দিয়েছিল অস্ট্রেলিয়ার সরকার। সেই সঙ্গে ডিগ্রি অর্জনের পর দীর্ঘসময় অস্ট্রেলিয়ায় বসবাসের নিয়মও বাতিল করেছিল।

এদিকে, অস্ট্রেলিয়ার কয়েকটি বিশ্ববিদ্যালয় অবৈধ অভিবাসন বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্লার ও’নিল এক বিবৃতিতে জানিয়েছেন, সম্প্রতি তার মন্ত্রণালয় থেকে এমন ৩৪টি বিশ্ববিদ্যাল্যয়কে সতর্ক করে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, আইন বহির্ভূত কাজে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চিরতরে বন্ধ করে দেওয়ার পাশাপাশি কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

‘আশা করছি, আগামী ২ বছরের মধ্যে অভিবাসনের হার আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে সফল হবো,’ বিবৃতিতে বলেছেন ক্লার ও’নিল।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন