ঢাকা      সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

হবিগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক ৩

IMG
21 May 2024, 12:24 PM

হবিগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দিতে গিয়ে স্কুলছাত্রসহ ৩ জন আটক হয়েছে।

মঙ্গলবার (২১ মে) বেলা ১০টার দিকে তাদেরকে উপজেলার কামাইছড়া চা বাগান কেন্দ্রে জালভোট দিতে গেলে তাদেরকে আটক করা হয়।

এর মধ্যে দুর্জয় কর্মকার (২৪) নামে একজনকে ১ বছরের সাজা দেওয়া হয়েছে।

তিনি বালুছড়া চা বাগানের বাসিন্দা প্রদীপ কর্মকারের ছেলে।

আটককৃতরা হলো, একই বাগানের বাসিন্দা ময়েশ বার্মিক দাশের ছেলে চঞ্চল বার্মিক দাশ (১৪) ও রমেশ সবরের ছেলে রিমন সবর (১৪)। তাদেরকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। তারা স্থানীয় নতুন বাজারে অবস্থিত শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম।

অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জালভোট দিতে গিয়ে আটক দুই শিশুর বিরুদ্ধে শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের সাজা দেওয়া হয়েছে। তাদেরকে বাহুবল থানায় পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতাকারী রামেন্দ্র দাশ জানান, সকাল ১০টার দিকে কামাইছড়া চা বাগান কেন্দ্রে কয়েকজন শিশু জালভোট দিতে যায়। খবর পেয়ে পুলিশ শিশুসহ ৩ জনকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত গিয়ে তাদের মধ্যে ১ জনকে সাজা ও অপর দুজনকে থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধেও পরে শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নবীগঞ্জে ৯ জন এবং বাহুবলে ৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার এ দুটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলায় মোট ভোটার রয়েছেন ২ লাখ ৮২ হাজার ৭১৪ জন এবং বাহুবল উপজেলায় মোট ভোটার রয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪৩০ জন ভোটার। নির্বাচনকে ঘিরে দুটি উপজেলায়ই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনে মহিলাদের তুলনায় পুরুষ ভোটারের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন