ঢাকা      মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

নিউজিল্যান্ডের কাছেও বিধ্বস্ত উগান্ডা

IMG
15 June 2024, 11:03 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আফগানিস্তানের কাছে ৭৫ রানে অলআউট হয়ে ৮৪ রানে হার, এরপর ওয়েস্ট ইন্ডিজের কাছেও ১৩ রানে হারের পর নিউজিল্যান্ড বিদায়ের ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছিল। তারা বুঝে গিয়েছিল এবার আর সুপার এইটে খেলা হচ্ছে না। ফলে শেষ দুই ম্যাচ কেন উইলিয়ামসনদের জন্য নিয়ম রক্ষার হয়ে যায়। যেখানে তাদের দুই প্রতিপক্ষ উগান্ডা এবং পাপুয়া নিউগিনি। প্রথম দুই ম্যাচে বাজেভাবে পরাজয়ের কারণে তৃতীয় ম্যাচে এসে উগান্ডাকে পেয়ে যেন নিজেদের মনের ঝাল ভালোভাবে মিটিয়ে নিয়েছে নিউজিল্যান্ড।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে উগান্ডাকে ব্যাট করতে পাঠিয়ে মাত্র ৪০ রানে অলআউট করে দেয় কিউই বোলাররা। এরপর নিজেরা সেই রান তুলে নিয়েছে মাত্র ৫.২ ওভারে (৩২ বলে)। ৮৮ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড।

কিউই বোলারদের তোপে পড়ে উগান্ডার একমাত্র ব্যাটার হিসেবে কেনে ওয়াইসওয়া দুই অঙ্কের রান করতে সমর্থ হন। তার সংগ্রহ ছিল ১১ রান। অন্য সব ব্যাটারদের চারজন রানের খাতা খুলতে পারেননি। বল হাতে নিউজিল্যান্ডের কোনো বোলার হতাশ হননি। টিম সাউদি ছিলেন সবচেয়ে সফল।। ৪ ওভারে ৪ রানে ৩ উইকেট নেন তিনি।

জবাবে নিউজিল্যান্ড ফিন অ্যালেনের উইকেট হারিয়ে ৫.২ ওভারে জয় তুলে নেন। ডেভন কনওয়ে ২২ রানে এবং রাচিন রাভিন্দ্র ১ রানে অপরাজিত থাকেন। এবারের বিশ্বকাপে কম বল খেলে জয়ের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ১৩ জুন ওমানের বিপক্ষে ইংল্যান্ড ৪৮ রানে জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৩.১ ওভারে জয় পায়।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন