ঢাকা      শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
শিরোনাম

চীন সম্পর্কে যা বললেন বাংলাদেশের নৌবাহিনী প্রধান

IMG
28 April 2024, 10:36 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পিএলএ নৌবাহিনীর ৭৫তম বার্ষিকী উপলক্ষে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেছেন, চীনা নৌবাহিনীর উন্নয়ন দেশটির নিরাপত্তার চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন, "আমি সবসময় বিশ্বাস করি, নিরাপত্তা ও উন্নয়ন একসঙ্গে চলে। গত ৭৫ বছরে পিএলএ নৌবাহিনী যে উন্নয়ন করেছে এবং অর্জন করেছে, তা চীনের সাম গ্রিক উন্নয়নের সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত।"

এডমিরাল নাজমুল হাসান কিছু পশ্চিমা মিডিয়ায় চীনা নৌবাহিনীর কভারেজের বিষয়েও তাঁর দৃষ্টিভঙ্গি শেয়ার করেন। পিএলএ নৌবাহিনীর উন্নয়নকে পশ্চিমা গণমাধ্যম পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত ভারসাম্যের ক্ষেত্রে হুমকি হিসেবে চিত্রিত করে। এর আগে, পূর্ব চীনের ছিংতাও শহরে অনুষ্ঠিত ওয়েস্টার্ন প্যাসিফিক নেভাল সিম্পোজিয়ামের ১৯তম দ্বিবার্ষিক সভায় যোগ দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন