ঢাকা      মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

IMG
10 June 2024, 1:43 AM

নয়াদিল্লি, বাংলাদেশ গ্লোবাল: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির সাথে ওয়ান-টু-ওয়ান বৈঠকে এ আমন্ত্রণ জানানো হয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার দিবাগত রাতে ভারতের রাজধানী দিল্লিতে আরোজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ওয়ান-টু-ওয়ান বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী । এসময় বাংলাদেশে যাওয়ার জন্য নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমাদের দু‘দেশের সম্পর্ক নতুন এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। মোদির সাথে বৈঠকে প্রধানমন্ত্রী ভবিষ্যতে দু‘দেশের সম্পর্ক আরো গভীর হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

খুবই আন্তরিকতার মধ্য দিয়ে দুই প্রধানমন্ত্রীর বৈঠক সম্পন্ন হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, নরেন্দ্র মোদির শপথ শেষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমন্ত্রণে আমরা নৈশভোশে আংশগ্রহণ করি। সেখানে ভারতের সিনিয়র মন্ত্রীবর্গ, অন্যান্য রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দেশসমূহের মন্ত্রীরাও অংশগ্রহণ করেন।

মন্ত্রী আরো বলেন, আজ (রোববার) সকালে ভুটানের প্রধানমন্ত্রীর সাথেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এসময় ভুটানকে যে সব ধরনের সহায়তা বাংলাদেশ দিতে চাই বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা তিনি উল্লেখ করেছেন।

এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির আশাবাদ ব্যক্ত করেছেন। ভুটানও সেটা চাই।

মন্ত্রী বলেন, এজন্য ভারতের সহযোগিতা প্রয়োজন। সেটিও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন