ঢাকা      মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

লেনদেন কমেছে পুঁজিবাজারে, তবে সূচক বেড়েছে ডিএসইতে

IMG
12 June 2024, 6:33 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে লেনদেন। তবে ডিএসইর বাজারে সূচকের উত্থান দেখেছেন বিনিয়োগকারীরা। আজ বুধবার পুঁজিবাজারে চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ডিএসইতে বুধবার বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৩ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৩ দশমিক ১৯ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৯ দশমিক ১২ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৭ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৮১২ দশমিক ১৮ পয়েন্ট ও ১ হাজার ১০০ দশমিক ৯২ পয়েন্টে।

তবে ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ৩৫০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৮০ কোটি ৮৫ লাখ টাকা।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন