ঢাকা      শনিবার, ২৯ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ন্যায় বিচারপ্রাপ্তি সাংবিধানিক অধিকার: প্রধান বিচাপতি (ভিডিও)

IMG
25 June 2024, 7:17 PM

নওগাঁ, বাংলাদেশ গ্লোবাল: ন্যায় বিচারপ্রাপ্তি সাংবিধানিক অধিকার। মানুষের সেই অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগ আগের চেয়ে আরো গতিশীল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

আজ মঙ্গলবার (২৫ জুন) বিকেলে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নব নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন শেষে সংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আদালতে বিচারিক কার্যক্রম সম্প্রসারণ ও বিচারপ্রার্থীদের জন্য কোর্ট চত্বরে সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন- আইনের আশ্রয় জন্য যারা আদালতে আসেন তারা সুখী মন নিয়ে আসেন না; বিপদে পড়েই আসেন। বিপদগ্রস্ত এসব মানুষের কথা চিন্তা করে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগে ৬৪ জেলায় ৬৪টি বিশ্রামাগার নির্মাণ করা হচ্ছে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন- যারা সেবা নিতে আসবেন ‘ন্যায়কুঞ্জ’ সাময়িকভাবে বসে তারা বিশ্রাম নিতে পারবেন। ‘ন্যায়কুঞ্জের’ ভেতরে মায়েরা চাইলে শিশুদের দুগ্ধপান করাতে পারবেন।

সাময়িক বিশ্রামের ফলে র ধীরে ধীরে বিচারের জটিলতা কমে যাবে ও বিচার ব্যবস্থা আরও অগ্রগতির পথে এগিয়ে যাবে বলেও জানান প্রধান বিচারপতি।

এ সময় হাইকোর্ট বিভাগের বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ (বিচারক) আবু শামীম আজাদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল, জেলা প্রশাসক গোলাম মাওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিরোজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে বিচারপতি আদালত চত্ত্বরে একটি বকুল ফুলের গাছের চারা রোপণ করেন।

বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন