ঢাকা      বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১
শিরোনাম

স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

IMG
01 July 2024, 6:34 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ২০২৪-২৫ অর্থবছরের জন্য পাস হওয়া জাতীয় বাজেট খুবই স্বচ্ছতা ও যত্নের সঙ্গে বাস্তবায়নের জন্য সবাইকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক।

বৈঠক শেষে বিকালে সচিবালয়ে সাংবাদিকের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী একটি বিশেষ নির্দেশনা সবাইকে দিয়েছেন। গতকালকে বাজেট পাস হয়েছে। তিনি নির্দেশনা দিয়েছেন সবাইকে, খুবই যত্নের সঙ্গে, খুবই নজরদারির সঙ্গে, নিপুণভাবে, স্বচ্ছতার সঙ্গে যেন বাজেট বাস্তবায়ন করা হয়। এতে যেন সবাই মনোনবেশ করি।

সচিব আও জানান, নিজের নামে কোনো প্রকল্পের নামকরণ করতে না করেছেন প্রধানমন্ত্রী।

এদিন ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি আইন-২০২৪’ এর খসড়া অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। প্রকল্পটি দেখে প্রধানমন্ত্রী তার নাম বাদ দিতে বলেন। পরে ‘ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি আইন-২০২৪’ নামে প্রকল্প আইনটি অনুমোদন দেয় মন্ত্রিসভা। এই আইনের অধীনে মাদারীপুরের শিবচরে গবেষণা ও প্রশিক্ষণ সংক্রান্ত প্রতিষ্ঠান স্থাপন করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তার নামটা বাদ দিয়েছেন। তিনি তার নামটি গ্রহণ করেননি। তিনি তো এর আগেও এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন।’


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন