ঢাকা      রবিবার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

ইসিতে শেষ দিনের আপিল কার্যক্রম শুরু

IMG
09 December 2023, 11:49 AM

ন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন কমিশনে আপিল জমা দেওয়ার শেষ দিন আজ। শনিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে বানানো অস্থায়ী ক্যাম্পের ১০টি বুথে আপিল গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ইসির প্রবেশমুখে তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। যারা ভেতরে প্রবেশ করতে চাচ্ছেন সবার ব্যাগ ও দেহ তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

তফসিল অনুযায়ী আজ আপিল আবেদন গ্রহণ কার্যক্রম শেষের পর আগামী ১০-১৫ ডিসেম্বর আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হবে। আপিল কার্যক্রম শুরুর চার দিনে ৪৩১ জন প্রার্থী ইতোমধ্যে আপিল আবেদন করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশের ৩০০ আসনে ৭৪৭ জন স্বতন্ত্রসহ মোট দুই হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু, গত ১ থেকে ৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র বৈধ এবং ৭৩১টি বাতিল ঘোষণা করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন