ঢাকা      রবিবার, ৩০ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১
শিরোনাম

মেকআপহীন ছবিতে ট্রলের শিকার ঋতুপর্ণা

IMG
27 June 2024, 11:18 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন টলিউডের শীর্ষ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তার ও প্রসেনজিতের ৫০তম জুটির ছবি অযোগ্য-র মুক্তির আগেই রেশন দুর্নীতিকাণ্ডে দু’বার ইডির তলবের মুখে পড়েছেন।

সম্প্রতি ইডির দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিনেত্রী। প্রায় পাঁচ ঘণ্টা জেরা শেষে সেখান থেকে বের হন তিনি। এরপর নতুন সিনেমার প্রচারণা নিয়েও কেটেছে ব্যস্ত সময়। সবকিছু মিলিয়ে খানিকটা ক্লান্ত ঋতুপর্ণা।

তাই নিজের জন্য কিছুটা অবসর সময় বের করেই ঘুরতে চলে গেছেন টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। সেখানে গিয়েই বেশ কিছু ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অভিনেত্রী ঠিক কোথায় গেছেন সেটা জানা না গেলেও ঋতুর ছবির ক্যাপশন দেখে বোঝা গেছে, তিনি কোনও দ্বীপে একান্তে সময় কাটাচ্ছেন। সাদা নেটের টপ পরেছেন। চোখে সানগ্লাস, মুখে মেকআপের লেশটুকু নেই।

চেনা সেই খোলা চুলে ঋতুপর্ণা বেশ কিছু সেলফি নিয়েছেন। যেই সেলফি দেখেই বোঝা যাচ্ছে অভিনেত্রীর চেহারায় সান ট্যান পরেছে। একদমই প্রকৃতির কোলে নিজেকে হারানোর জন্য শহর ছেড়ে চলে এসেছেন কোনও নির্জন দ্বীপে।

মেকআপ ছাড়া ঋতুপর্ণা ছবি দিতেই ট্রলের মুখে পড়েছেন। অনেকেই তার ছবির নীচে কমেন্টে লিখেছেন, ‘মেকআপ ছাড়া জঘন্য লাগছে।’ আবার অনেকে লিখেছেন, ‘কী বিচ্ছিরি দেখতে লাগছে।’ কেউ কেউ অভিনেত্রীকে মাসিমা বলেও সম্বোধন করেছেন।

তবে তাদের কারোর মন্তব্যের জবাব দেননি ঋতুপর্ণা। তিনি নিজের মতো করে ছুটি উপভোগ করছেন। বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন।

প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। গত ১৯ জুন ইডি দফতরে আসেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন তার আইনজীবী। পাঁচ ঘণ্টা পর ঋতপর্ণা ইডি দফতর থেকে বের হন। গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতুপর্ণা বলেন, ‘আমার সহযোগিতায় তদন্তকারীরা খুশি। এই দুর্নীতির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। তারাও (তদন্তকারীরা) সহযোগিতা করেছেন, আমিও সহযোগিতা করেছি।’




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন