ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

মাগুরায় চাঞ্চল্যকর জোড়া খুনের বিচারের দাবিতে মানববন্ধন (ভিডিও)

IMG
29 May 2024, 5:49 PM

শরীফ আনোয়ারুল হাসান রবীন, মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামে চাঞ্চল্যকর সবুজ ও হৃদয় নামে আপন দুই ভাইয়ের জোড়া খুনের ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে বক্তারা জানায়, গেলো বছরের ৩০শে ডিসেম্বর রাতের অন্ধকারে সবুজ ও হৃদয় নামে আপন দুই ভাইকে বাড়ি থেকে ঢেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরদিন সকালে বাড়ির পাশের ফসলের মাঠ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনার পরে নিহতের পরিবার একটি হত্যা মামলা দায়ের করে। হত্যাকান্ডের পর পাঁচ মাস পেরিয়ে গেলেও অধিকাংশ আসামি গ্রেফতার হচ্ছে না। এ মামলার সকল আসামীদের গ্রেফতারের দাবি জানিয়ে ও তাদের ফাঁসির দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

মানববন্ধন শেষে মাগুরা পুলিশ সুপার বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন