ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

বিএনপি আজীবন টিকে থাকবে: মির্জা আব্বাস

IMG
31 May 2024, 10:16 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দুর্নীতি-লুটপাট করে সরকার দেশকে ‘তলাবিহীন’ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ শুক্রবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে ‘গণদোয়া’ কর্মসূচির আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। তিনি আরও বলেন, “সংক্ষিপ্ত রাষ্ট্র পরিচালনার ইতিহাস সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাত্র সাড়ে তিন বছর। এই সাড়ে তিন বছরে উনি বাংলাদেশকে যা দিয়ে গেছেন… তলাবিহীন ঝুড়ি থেকে যেখানে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে, সেই বাংলাদেশকে আবারো তলাবিহীন করে ফেলেছে এই সরকার।”

মির্জা আব্বাস বলেন, “এই বাংলাদেশ এতো দুরাবস্থা কেন? এই দেশে আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। আমরা আগে শুনতাম বর্গীরা দেশে আসতো, লুট করে চলে যেত। এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে, তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। সেই বর্গীরা ক্ষমতায় আছে এখন।”

জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই গণদোয়া কর্মসূচিতে মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা। মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন ওয়ার্ডসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা দোয়ায় অংশ নেন।

মির্জা আব্বাস বলেন, “আজকে এতোদিন পরেও যারা একসময় বলেছিল জিয়াউর রহমান নাই, বিএনপিও নাই। যারা ভাবে, বিএনপি থাকবে না, তাদের মুখে ছাই দিয়ে বিএনপি আল্লাহর রহমতে টিকে আছে এবং বিএনপি টিকে থাকবে আজীবন।”

তিনি বলেন, “পত্রিকায় দেখলাম ঘুম থেকে উঠেই, এক লিটারে জ্বালানি তেলের দাম আড়াই টাকা বাড়িয়ে দেয়া হয়েছে… বুঝতে পারছেন। এক লিটার তেলের দাম যদি আড়াই টাকা বাড়ায়; এমনিতে তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। আর আড়াই টাকা জ্বালানি তেলের দাম বাড়ানোর অর্থ হলো সকল জিনিসের দাম বেড়ে যাওয়া। কতো জিনিস আছে… বিদ্যুৎ-তেল এগুলোর দাম বাড়লে প্রতিটা জায়গায় এর অ্যাফেক্ট পড়ে।”

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বক্তব্য রাখেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন