ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

বড় পর্দায় ফিরছেন সেলিম-জাভেদ জুটি! নেপথ্যে সালমান, ফারহান, জয়া

IMG
01 June 2024, 6:22 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বলিউডের অন্যতম প্রিয় জুটি সেলিম খান এবং জাভেদ আখতার । দু'জনে বলিউডকে একের পর এক হিট ছবি দিয়েছেন। ইন্ডাস্ট্রিতে এই দুই কিংবদন্তিকে নিয়ে তথ্যচিত্র হওয়ার গুঞ্জন ছিল অনেক দিন ধরেই। অবশেষে সেই গুঞ্জনের সত্যতা স্বীকার করলেন সালমান খান, জয়া আখতার এবং ফারহান আখতার। 'অ্যাংরি ইয়াং মেন' নামে সেই তথ্যচিত্রের জন্য হাত মেলাবেন তিনজনে।

এ নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে । কারণ এতে থাকবে দুই শিল্পীর বিরল ফুটেজ। যা আগে কখনও প্রকাশ্যে আসেনি। সূত্রের খবর, প্রবীণ চিত্রনাট্যকার জুটি সেলিম-জাভেদের জীবনের উপর ভিত্তি করে ডকুমেন্টারিটি তৈরি হবে। অভ্যন্তরীণ কথাবার্তা থেকে শুরু করে পর্দার পিছনের ছবি, তাঁদের লেখার আকর্ষণীয় না শোনা গল্প এবং আইকনিক চরিত্র তৈরি করা, সবকিছুই এই তথ্যচিত্রের একটি অংশ হবে।

সাক্ষাত্কার, আর্কাইভাল ফুটেজ এবং গভীর বিশ্লেষণের মাধ্যমে ডকুমেন্টারিটি দুই শিল্পীর কর্মজীবনকে প্রকাশ্যে আনবে। কিভাবে তাঁদের হাত ধরে একের পর এক ক্লাসিক ছবি তৈরি হয়েছে, সেই সব কিছুরই বর্ণনা থাকবে তাতে। এই তথ্যচিত্রটি শুধুমাত্র কিংবদন্তি জুটিকেই সম্মান জ্ঞাপন করার জন্য নয়। চলচ্চিত্র নির্মাতাদের জন্যও এটি শিক্ষামূলক এবং অনুপ্রেরণামূলক হবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন