ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

মেহেরপুরের পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু

IMG
02 June 2024, 3:22 PM

মেহেরপুর, বাংলাদেশ গ্লোবাল: মেহেরপুর শহরের গড়পুকুরে গোসল করতে এসে পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্র তৌফিক হোসেনের (১২) মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে দশটার দিকে পৌর গড়পুকুরে সহপাঠীদের সাথে গোসলের এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

তৌফিক হোসেন মেহেরপুর পৌরসভার নতুনপাড়ার তোজাম্মেল হোসেনের ছেলে। পানিতে ডুবে গেলে ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

সহপাঠী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বন্ধুরা মিলে ফুটবল খেলা দেখে ফেরার পথে গড়পুকুরে গোসল করতে নামে। বন্ধুরা সহ পাঁচজন একসাথে লাফালাফির একপর্যায়ে পানিতে তলিয়ে যায় তৌফিক হোসেন। এসময় অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। প্রায় ঘন্টাখানেক খোঁজাখুঁজির পর তৌফিকের দেহ উদ্ধার করা হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাক্তার সৌউদ কবীর মরদেহটি নিশ্চিত করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবার চাইলে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।






বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন