ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

‘একেবারে ফেক, আমরা অনেক বেশি আসন পাব নিশ্চিত ভাবেই’!

IMG
02 June 2024, 3:40 PM

আন্তর্জাতিক ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বুথফেরত সমীক্ষাকে ‘ফেক’ বা ভুয়া বলে অভিহিত করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মীদের শক্ত থাকার বার্তা দিয়ে দেশটির ‘টিভি নাইন’ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এ তৃণমূল নেত্রীকে বলতে শোনা যায়, ‘‘আমাদের রাজ্য নিয়ে যেটা দেখাচ্ছে, তাকে আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এটা একেবারে ভেগ, একেবারে ফেক।’’

লোকসভা নির্বাচনে বাংলায় সবচেয়ে বড় দল হতে চলেছে বিজেপি— শনিবার সপ্তম দফার ভোট শেষে একাধিক বুথফেরত সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। তাকে ‘ফেক’ বলে অভিহিত করলেন মমতা।

রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘সংবাদমাধ্যম কী করে বলে দিচ্ছে, ওই আসনে ও জিতবে, অমুক আসনে কে জিতবে... কত টাকার বিনিময়ে? আমি এই সংবাদমাধ্যমের হিসাব মানি না। কর্মীদের বলব শক্ত থাকতে। গণনা ভাল করে করতে। যা দেখিয়েছে সংবাদমাধ্যম, তার দ্বিগুণ পাব। প্রত্যেকটা আসন আমরা জিতব।’’ তবে রাজ্যে তৃণমূল ঠিক কতগুলি আসন পাবে, তা নিয়ে অবশ্য কোনও সংখ্যা জানাননি মমতা। সেই প্রশ্নে তৃণমূল নেত্রী বলেন, ‘‘আমি কোনও নম্বরে যাব না। কিন্তু একটা কথা আপনাদের বলতে পারি, আমরা যে ভাবে মাঠে-ময়দানে নেমে কাজ করেছি, লোকের চোখ দেখেছি, তাতে আমার কখনও মনে হয়নি যে, মানুষ আমাদের ভোট দেবেন না।’’

লোকসভা ভোটের প্রচারে মমতা বার বার বিজেপির সঙ্গে একই সাথে কংগ্রেস এবং সিপিএমকেও আক্রমণ করেছেন। তৃণমূলের দাবি, এ রাজ্যে কংগ্রেস এবং সিপিএম বিজেপির হয়ে কাজ করছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক জাতীয় কংগ্রেসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এ রাজ্যে প্রদেশ কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক প্রভাব ফেলবে না।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘জাতীয় স্তরে অন্তরায় হয়ে দাঁড়াবে না, যদি সিপিএম নাক না গলায়। আমার খারাপ লাগে, ইন্ডিয়ায় সবই ঠিকঠাক চলছে, ঠিকই আছে। আমি ওদের সমর্থনও দিয়েছি। কিন্তু সিপিএম ওদের মনিটরিং করে। সিপিএম কেন ওদের মুখপাত্র হবে? আমার এই জায়গায় প্রশ্ন আছে।’’ ‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলে কি করবে তৃণমূল, এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা যাব। সে রকম পরিস্থিতি এলে নিশ্চয়ই কথা বলব। আমাদের কোনও অসুবিধা নেই।’’ তবে বিরোধীরা ক্ষমতায় এলে মমতার দল কি বাইরে থেকে সমর্থন করবে, না কি সরকারে অংশ নেবে, এই প্রশ্নের জবাবে তৃণমূল নেত্রী বলেন, ‘‘আমি আগে ফল দেখব। ফল দেখে হিসাব করব। আমাদেরও একটা অঙ্ক আছে। আমরা চেষ্টা করব, আরও আঞ্চলিক দল যেন আমাদের সঙ্গে আসে। আর এর মধ্যে মোদীজিকে যাঁরা জিতিয়ে দিচ্ছেন, তাঁদেরও বলে দিই, এ বার কিন্তু অত সহজ অঙ্কে, অত সহজে পার পাওয়া যাবে না। এই সরকার আদৌ কত দিন চলবে, সন্দেহ আছে।’’

ইন্ডিয়ার শরিক ডিএমকে, আপ, এসপি লোকসভায় ভাল ফল করবে বলেও আশাবাদী মমতা। তিনি জানিয়েছেন, বুথফেরত সমীক্ষার কোনও মূল্য নেই।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন