ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

পুঁজিবাজারে সূচকের পতন, তবে লেনদেন বেড়েছে সিএসইতে

IMG
02 June 2024, 3:49 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে লেনদেন কমলেও, সিএসইতে বেড়েছে। আজ রোববার পুঁজিবাজারে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ডিএসইতে রোববার কমেছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ দশমিক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৩৩ দশমিক ৬৬ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৭৯ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৬ দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৮৬৭ দশমিক ০৪ পয়েন্ট ও ১ হাজার ১৩৭ দশমিক ২৬ পয়েন্টে।

ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৩৪৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ২২ কোটি ৯৯ লাখ টাকা।

এ ছাড়া রোববার ডিএসইতে ৩৯১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২৪টি কোম্পানির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের শীর্ষে ছিল বীচ হ্যাচারি। এ ছাড়া এশিয়াটিক ল্যাবরেটরিজ, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, ই-জেনারেশন লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, গোল্ডেন সন, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ও রুপালি লাইফ ইন্স্যুরেন্স শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।


চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন কমেছে সব সূচকের মান। রোববার সার্বিক সূচক সিএএসপিআই ৫২ দশমিক ৫০ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৩৩ দশমিক ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ১৯ দশমিক ৬৯ পয়েন্টে ও ৯ হাজার ৩৪ দশমিক ১৩ পয়েন্টে।

আর সিএসই-৫০ সূচক ৬ দশমিক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭২ দশমিক ৮২ পয়েন্টে। এ ছাড়া সিএসআই সূচক ১ দশমিক ৮৬ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৮৭ দশমিক ৬৭ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ৯৮০ দশমিক ৮৪ পয়েন্টে ও ১১ হাজার ৫৪৫ দশমিক ২০ পয়েন্টে।

তবে সিএসইতে রোববার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৮৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৮২ কোটি ৭৫ লাখ টাকা।

সিএসইতে ২২৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ১১৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারদর।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন