ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

যে তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে চায়, সে অবশ্যই ধ্বংস হবে: চীনা প্রতিরক্ষামন্ত্রী

IMG
03 June 2024, 6:17 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চীনের প্রতিরক্ষামন্ত্রী তং চুন শাংরি-লা সংলাপে দেওয়া এক ভাষণে বলেছেন, যে তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করতে চায়, সে অবশ্যই ধ্বংস হবে। তিনি আরও বলেন, "চীন বরাবরই বিভিন্ন দেশের যৌক্তিক উদ্বেগের প্রতি সম্মান জানিয়েছে। পাশাপাশি চীনের মৌলিক স্বার্থ লঙ্ঘন করা যাবে না। দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করা হচ্ছে চীনের সশস্ত্রবাহিনীর পবিত্র দায়িত্ব।"

তিনি বলেন, তাইওয়ানের বিষয়টি চীনের মূল স্বার্থের মৌলিক বিষয়। ‘এক চীন নীতি’ ইতোমধ্যে আন্তর্জাতিক সম্পর্কের একটি মৌল নীতিতে পরিণত হয়েছে। বর্তমানে তাইওয়ানের ডিপিপি কর্তৃপক্ষ ‘তাইওয়ানে বিচ্ছিন্নতাবাদী’ কার্যক্রম চালাচ্ছে এবং তাইওয়ানের দু’পারের সামাজিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংযুক্তি ধ্বংস করার অপচেষ্টা করছে। তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা অবশ্যই ইতিহাসে নিন্দিত হবে।

চীনের প্রতিরক্ষামন্ত্রী জানান, বাইরের শক্তির হস্তক্ষেপ অব্যাহতভাবে ‘এক চীন নীতি’ নষ্ট করছে, তাইওয়ানকে অস্ত্র বিক্রি করা এবং অবৈধভাবে তাইওয়ান অঞ্চলের সঙ্গে সরকারি যোগাযোগ করছে। তাদের এহেন আচরণ ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের’ সহায়তা করে এবং তাইওয়ানকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। তারা তাইওয়ানকে কাজে লাগিয়ে চীনকে চাপ ও নিয়ন্ত্রণ করার ষড়যন্ত্র করছে।

তিনি জোর দিয়ে বলেন, আইন অনুসারে চীন তাইওয়ান বিষয়ক পদক্ষেপ নিচ্ছে। যা একেবারে চীনের অভ্যন্তরীণ ব্যাপার, এতে বাইরের শক্তির হস্তক্ষেপের অধিকার নাই। তিনি আরও বলেন, গণ-মুক্তিফৌজ সবসময় দেশের একীকরণের জোরালো শক্তি। তারা দৃঢ় ও শক্তিশালী ব্যবস্থার মাধ্যমে ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের’ অপচেষ্টা ধ্বংস করবে। বিচ্ছিন্নতাবাদীরা কখনোই সফল হবে না।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন