ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

৭৭ রানেই শেষ শ্রীলঙ্কা, জয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ আফ্রিকার

IMG
04 June 2024, 12:29 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে লজ্জার মুখে পড়লো শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৭ রানে অলআউট হয়ে গেলো তারা। তবে বল হাতে লড়াই করলো এশিয়ার দেশ। হোঁচট খেয়েও শেষ পর্যন্ত ম্যাচটি ৬ উইকেটে জিতেছে প্রোটিয়ারা। ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার নায়ক অনরিখ নোখিয়া।

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। সেই সিদ্ধান্তই তাদের বিপক্ষে গেছে। প্রথম থেকেই নড়বড় করতে থাকে শ্রীলঙ্কার ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার পেসারদের খেলার কোনও জবাব খুঁজে পায়নি তারা। চতুর্থ ওভারে ফিরে যান পাথুম নিশাঙ্কা (৩)। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। কোনও লম্বা জুটিই তৈরি হয়নি।

শ্রীলঙ্কার মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রান করেছেন। তাঁরা হলেন কুশল মেন্ডিস (১৯), কামিন্দু মেন্ডিস (১১) এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ়‌ (১৬)। তিনজনকেই আউট করেছেন নোখিয়া। ৪ ওভারে ৭ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। দু’টি করে উইকেট কাগিসো রাবাডা এবং ওটনিল বার্টম্যানের।

মাত্র ৭৮ রান তাড়া করতে গিয়েও সমস্যায় পড়ে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারে ফিরে যান রিজ়া হেনড্রিক্স (৪)। মন্থর পিচে রান করা বেশ সমস্যার হয়ে দাঁড়ায়। পিচের সাহায্য পেয়ে শ্রীলঙ্কার পেসাররাও তার সুবিধা কাজে লাগাতে থাকেন। কুইন্টন ডি’কক (২০), এডেন মার্করাম (১২), ট্রিস্টান স্টাবস (১৩) কেউ রান পাননি। তবে দলকে জিতিয়ে দেন হেনরিখ ক্লাসেন (অপরাজিত ১৯)।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন