ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

হিমাচলের মান্ডিতে জয়ী কঙ্গনা রানাউত

IMG
04 June 2024, 7:32 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের হিমাচল প্রদেশের মান্ডিতে বিজেপির প্রার্থী চিত্রনায়িকা কঙ্গনা রানাউত জয়লাভ করেছেন। নিকটতম প্রার্থী কংগ্রসের বিক্রমাদিত্য সিংকে ৭৪ হাজারের বেশি ভোটে হারিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে, কঙ্গনা ৫ লাখ ৩৭ হাজার ২২ ভোট পেয়েছেন। বিক্রমাদিত্য পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার২৬৭ ভোট।

গণনা শুরুর প্রথম থেকেই কংগ্রেসের প্রার্থী রাজ্যের মন্ত্রী বিক্রমাদিত্য সিংহকে টেক্কা দিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী কঙ্গনা। প্রতি রাউন্ডেই লাফিয়ে লাফিয়ে বাড়ছিল ভোটের ব্যবধান।

জয় নিয়ে এক প্রকার নিশ্চিত ছিলেন কঙ্গনাও। তবে এই জয়ের কৃতিত্ব অভিনেত্রী দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই। তার কথায়, তিনি জিতেছেন ‘প্রধানমন্ত্রী মোদির নামেই’।

বিজেপির টিকিটে প্রথমবার ভোটে লড়েই সংসদ সদস্য হলেন বিতর্কিত এ অভিনেত্রী।

কঙ্গনা ভারতীয় গণমাধ্যমকে জানান, নির্বাচনে জিতলে তিনি অভিনয় ছেড়ে দেবেন। সব সময় রাজনীতির জন্য ব্যয় করবেন। কংগ্রেস শাসিত হিমাচলেরই মেয়ে কঙ্গনা রানাউত।

নির্বাচনী প্রচারণা চালানোর সময় নরেন্দ্র মোদির প্রশংসায় কারার জন্য বার বার বিরোধীদের কটাক্ষের মুখেও পড়তে হয় তাকে। প্রচারে বেফাঁস মন্তব্যের জেরে কঙ্গনাকে এখনও রাজনীতিতে ‘নবিশ’ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন