ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

সরকারি সেবায় এআই কাজে লাগাতে শিগগির জি-ব্রেইন চালু: পলক

IMG
23 June 2024, 8:40 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দেশের সরকারি সেবাগুলো আরও গতিশীল ও দুর্নীতিমুক্ত করতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার। এই সেবা দিতে জি-ব্রেইন তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, আমরা এখন জি-ব্রেইন নিয়ে কাজ করছি। এটি এআইভিত্তিক সরকারি পরিষেবা দেওয়ার অত্যাধুনিক একটি ব্যবস্থা। প্রথাগত ডিজিটাল ব্যবস্থার জায়গায় আমরা শিগগির এ পদ্ধতি চালু করবো। এতে সরকারি সেবা গতিশীল হবে। পাশাপাশি দুর্নীতি ও অনিয়ম এবং ত্রুটি-বিচ্যুতি শূন্যের কোঠায় নামবে।

আজ রোববার রিজিওনাল কনসালটেশন অন গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) এ অনুষ্ঠানের আয়োজন করে।

জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ গত এক দশকে ডিজিটাল অন্তর্ভুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি অর্জন করেছে। আমরা ডিজিটাল সার্ভিস ডেলিভারি সেন্টারের মাধ্যমে গ্রামপর্যায়ে ডিজিটাল সরকারি সেবা দিচ্ছি। ইন্টারনেটের সহজলভ্যতার কারণে গ্রামের মানুষ অনলাইন সেবা পাচ্ছে। আমরা সরকারি সব সেবাকে একটি পোর্টালের আওতায় নিয়ে এসেছি। প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ তৈরি করেছি এবং নারীর ক্ষমতায়ন করেছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হোল-অব-গভর্নমেন্ট অ্যাপ্রোচে বিশ্বাস করে জানিয়ে প্রতিমন্ত্রী পলক বলেন, আইসিটি বিভাগ এই পদ্ধতিতে কাজ করছে। আমাদের উদ্ভাবন ও উদ্যোগগুলোও অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আরও ভালো সরকারি পরিষেবা দেওয়ার জন্য শেয়ার করছি। নাগরিকদের স্মার্ট পরিষেবা দিতে ও লক্ষ্য অর্জনে বিমসটেক-ভুক্ত সব দেশকেও হোল অব গ্লোব অ্যাপ্রোচ থাকা উচিত।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, জাতিসংঘের আরসিও প্রতিনিধি মিসেস গুইন লুইস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউএন অ্যান্ড এমইএ’র মহাপরিচালক ফাইয়াজ মুরশিদ কাজী প্রমুখ।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন