ঢাকা      বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১
শিরোনাম

যুদ্ধাপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

IMG
19 June 2024, 8:53 PM

নড়াইল, বাংলাদেশ গ্লোবাল: যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আট বছর পলাতক থাকা নড়াইলের মো. রুহুল কুদ্দুস খানকে (৭৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিট। মো. রুহুল কুদ্দুস খান ওরফে কুদ্দুস খান ওরফে গোলাম কুদ্দুস নড়াইল সদরের পেড়লী গ্রামের মৃত এম ভি আসাদুজ্জামানের ছেলে। অ্যান্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ২০১৬ সালের ২১ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসামি মো. রুহুল কুদ্দুস খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে তার অনুপস্থিতিতে গ্রেপ্তারি জারি করেন ট্রাইব্যুনাল। অ্যান্টিটেররিজম ইউনিটের (এটিইউ) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে যশোর সদরে বিশেষ অভিযান পরিচালনা করে ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রুহুলকে আদালতের মাধ্যমে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন