ঢাকা      শুক্রবার, ১৯ জুলাই ২০২৪, ৪ শ্রাবণ ১৪৩১
শিরোনাম

চীনে পৌঁছেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ওরবান

IMG
08 July 2024, 2:41 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ সোমবার তারা এই বৈঠক করেন।

ইউক্রেনে শান্তি চুক্তি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার কয়েকদিন পর বৈঠকটি অনুষ্ঠিত হলো। ওরবানে এই শান্তি মিশন ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন নেতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ওরবান ও শি বেইজিংয়ের দিয়াওইউটাই রাষ্ট্রীয় অতিথি ভবনে বৈঠক করেন।

রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা চীন গত মে মাসে ব্রাজিলের সঙ্গে মিলিতভাবে একটি ছয় দফা শান্তি পরিকল্পনা প্রণয়ন করেছে। অন্যদিকে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ওরবান ইউরোপীয় ইউনিয়নের ঘূর্ণায়মান সভাপতিত্ব গ্রহণের পর থেকে ‘শান্তি মিশন’ শুরু করেছেন।

বেইজিংয়ে পৌঁছানোর পর ওরবান তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘শান্তি মিশন ৩.০।

তিনি এই সফরের আগে জেলেনস্কির সঙ্গে কিয়েভে সাক্ষাৎ করেছেন। সেখান থেকে তিনি ক্রেমলিনে গিয়েছিলেন, যা তার মিত্রদের কাছ থেকে তীব্র সমালোচনার সম্মুখীন হয়।

ওরবান এক্স-এ বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শান্তি স্থাপনে চীন একটি গুরুত্বপূর্ণ শক্তি।

হাঙ্গেরির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমটিআই লিখেছে, শি কে ওরবান বলেছেন, হাঙ্গেরির প্রতিবেশী দেশটির সংঘাতের বিষয়ে আপনার শান্তি উদ্যোগকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। বিশ্বে শান্তি আনতে চীনের প্রচেষ্টা হাঙ্গেরিয়ানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইউক্রেনে পশ্চিমা সামরিক সহযোগিতার সমালোচক ওরবান। শি ও পুতিনের সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রাখা ইউরোপীয় ইউনিয়নের নেতাদের মধ্যে অন্যতম তিনি। তার চীন সফরটি একটি ন্যাটো শীর্ষ সম্মেলনের কয়েক দিন পূর্বে অনুষ্ঠিত হচ্ছে। ন্যাটো সম্মেলনে ইউক্রেনের প্রতি জোটের আরও সমর্থন দেওয়ার বিষয়টি আলোচিত হবে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন