ঢাকা      সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ঈদের দিন যেসব অঞ্চলে থাকতে পারে তাপপ্রবাহ-অস্বস্তি

IMG
16 June 2024, 12:17 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সারা দেশে সোমবার (১৭ জুন) পালিত হবে কোরবানির ঈদ। ঈদের জামাত ও পশু কোরবানির জন্য আবহাওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকেন অনেকে। এদিন দেশের কোথাও কোথাও অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। আবারও কোথাও বয়ে যেতে পারে তাপপ্রবাহ। এতে জনজীবনে বাড়তে পারে অস্বস্তি।

রোববার (১৬ জুন) সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ১৩ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে কয়েক দিন।

পাবনার ঈশ্বরদীতে শনিবার (১৫ জুন) দেশের সর্বোচ্চ ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের বেশ কিছু অঞ্চলেই তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে, যা তাপপ্রবাহ হিসেবে বিবেচিত।

আবহাওয়া অফিস বলছে, খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সোমবারও বিরাজ করতে পারে। এ পরিস্থিতি পরদিন মঙ্গলবারও অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

তবে আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, দেশের উত্তরাঞ্চলে রোববার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী মঙ্গলবার রাত পর্যন্ত সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন