ঢাকা      শনিবার, ২৯ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

লোকসভায় বিরোধী দলনেতা হলেন রাহুল গান্ধী

IMG
26 June 2024, 5:48 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: অবশেষে জল্পনার অবসান। ভারতে লোকসভার বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত হলেন সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠক চলাকালীন এই ঘোষণা দেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। এদিন সংবিধান হাতে শপথ গ্রহণ করেন রাহুল। এর কয়েক ঘণ্টার মধ্যে কংগ্রেসের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

কে সি বেণুগোপাল জানান, কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাবকে চিঠি দিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিষয়ে জানিয়েছেন। চলতি বছর লোকসভা নির্বাচনে ৯৯ আসনে জয়ী হয়েছে কংগ্রেস। গত ৯ জুন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে একযোগে সকলেই বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধীকে দায়িত্ব নিতে অনুরোধ করে প্রস্তাব পাশ করেন।

যদিও রাহুল তৎক্ষণাৎ সিদ্ধান্তের কথা জানাননি। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের শুরুতেই স্পিকার নির্বাচন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। এই পরিস্থিতিতেই রাহুলকে বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করলো কংগ্রেস।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন