ঢাকা      শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১
শিরোনাম

কারাগারের ছাদ ফুটো করে ৪ আসামি পলায়ন, তদন্তে কমিটি গঠন

IMG
26 June 2024, 2:12 PM

, বাংলাদেশ গ্লোবাল: বগুড়া জেলা কারাগার থেকে ফাঁসির আসামি পালানোর ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই তদন্ত কমিটি গঠনের কথা জানান বগুড়া জেলা প্রশাসক (ডিসি) সাইফুল ইসলাম।

এর আগে মঙ্গলবার রাতে চারজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কারাগারের ছাদ ফুটো করে পালিয়ে যান। তবে পালানোর ঘণ্টাখানেকের মধ্যে কারাগারের ৫০০ মিটার দূরে চেলোপাড়াস্থ চাষি বাজার থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

কারাগার থেকে আসামি পালানোর ঘটনার পরপর সকালে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ডিআইজি প্রিজনসহ একাধিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।

ডিসি সাইফুল ইসলাম বলেন, বগুড়া কারাগার অনেক পুরাতন। এটি ব্রিটিশ আমলে তৈরি। ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে ভবনের অনেক স্থান নাজুক। ওই চার আসামিকে এ বছরের ১ জুন এখানে নিয়ে আসা হয়। তাদের রাখাও ছিল একই সেলে। তারা আসার পর আমি পরিদর্শনেও গিয়েছিলাম। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তারা ছাদ ফুটো করে পালিয়ে যান।

আজকে পরিদর্শন করে দেখা গেছে, ওরা ছাদের যে অংশে ফুটো করেছে সেখানে ছাদে কোনো রড ছিল না। আমরা এসব স্থান সংস্কারের কথা বলেছি। এছাড়া আসামিরা যেদিক দিয়ে পালিয়ে গেছে সেখানে নিরাপত্তা চৌকি স্থাপনের কথা বলা হয়েছে।

ডিসি আরও বলেন, এসব সামগ্রিক বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি এম ইমরুল কায়েসকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে জেলা পুলিশ সুপারের একজন প্রতিনিধি, ডিআইজি প্রিজন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ও গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বা তার প্রতিনিধি থাকবেন।

তদন্তের জন্য কোনো সময় বেধে দেওয়া হয়নি তবে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে বলে জানান ডিসি। তিনি জানান, প্রতিবেদনটি ডিআইজি প্রিজনকে দেওয়া হবে। তার ওপর ভিত্তি করে কারাগার কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে।

পুলিশ জানায়, পৃথক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি একই কনডেম সেলে ছিলেন। সেখানে থেকেই তারা পালানোর পরিকল্পনা করেন। ঘটনার রাতে তারা নিজেদের বিছানার চাদর ছিড়ে দড়ি বানান। এরপর কৌশলে কারাগারের ছাদ ফুটো করে সেলের বাইরে বের হন। আগে থেকে বানানো বিছানার চাদরের দড়ি দিয়ে কারাগার ভবন থেকে নিচে নামেন। এরপর ওই চারজন কারাগারের পূর্ব পাশে করতোয়া নদীর ওপর ছোট ব্রিজের নিচে দিয়ে পালিয়ে যান।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন