ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের শুভ সূচনা

IMG
03 June 2024, 12:03 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে শুভ সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। তারা হারিয়ে দিলো পাপুয়া নিউগিনিকে। ৫ উইকেটে জিতলেন আন্দ্রে রাসেলরা।

প্রথমে ব্যাট করতে নেমে বেশ চাপে পড়ে যায় পাপুয়া নিউগিনি। দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা। পরের ওভারেই দ্বিতীয় উইকেট পড়ে। রোমারিয়ো শেফার্ড এবং আকিল হোসেন তুলে নেন পাপুয়া নিউগিনির টনি উরা এবং লেগা সিয়াকার উইকেট। অধিনায়ক আসাদ ভালা ২২ বলে ২১ রান করেন। তিনি ক্রিজ়ে টিকে থাকার চেষ্টা করছিলেন। কিন্তু আলজারি জোসেফ তাঁর উইকেট তুলে নেন।

১৩৬ রানে শেষ হয়ে যাওয়া পাপুয়া নিউগিনির হয়ে অর্ধশতরান করেন সেসে বাউ। তিনি ৪৩ বলে ৫০ রান করেন। তাঁর উইকেটটি নেন জোসেফ। নিয়মিত ব্যবধানে উইকেট পড়ায় খুব বেশি রান করতে পারেনি পাপুয়া নিউগিনি। তবে শেষবেলায় ১৮ বলে ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন উইকেটরক্ষক কিপলিন ডোরিগা। তিনি লড়াইয়ে রাখেন দলকে।

রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ়। প্রথম বলেই আউট হয়ে যান জনসন চার্লস। এরপর বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ ছিল কিছুক্ষণ। ম্যাচ আবার শুরু হলে ওপেনার ব্রেন্ডন কিং এবং নিকোলাস পুরান মিলে ৫৩ রান যোগ করেন। তাঁদের ইনিংসের সময় মনে হচ্ছিল সহজেই ম্যাচ জিতবে ক্যারিবিয়ান দল। পুরান (২৭) এবং কিং (৩৪) ফিরতেই চাপ তৈরি হয়। রাভমন পাওয়েল মাত্র ১৫ রান করে আউট হয়ে যান। শেরফান রাদারফোর্ড মাত্র ২ রান করেন। কপালে চিন্তার ভাঁজ ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজ় শিবিরে।

তবে রাসেল মাঠে নেমেই ছক্কা হাঁকান। তাতেই সব চাপ কেটে যায়। রস্টন চেজ়কে (৪২ রানে অপরাজিত) সঙ্গী করে ম্যাচ জেতালেন রাসেল (১৫ রানে অপরাজিত)।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন