ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

বিএনপি ১৫ আগস্টের ঘটনাকে সমর্থন করে না: ফখরুল (ভিডিও)

IMG
03 June 2024, 2:17 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৫ আগস্টের ঘটনাকে বিএনপি সমর্থন করে না। কিন্তু, ১৫ আগস্টের সঙ্গে জিয়ার নাম জড়ানোটা ভয়ঙ্কর প্রতিহিংসার রাজনীতিকে উসকে দেওয়ার মতো। যারা জিয়ার স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করে, তারা স্বাধীনতাকেই অস্বীকার করে।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে মহিলা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রাইমারি স্কুলের বইয়ে ইতিহাসের নামে মিথ্যাচার করা হচ্ছে। সেখানে মুক্তিযুদ্ধে অবদান রাখা কারও নাম নেই। এমনকি শেখ মুজিবের মৃত্যুতে আনন্দ করা অনেকে আওয়ামী লীগের পদে স্থান পেয়েছে।

তিনি বলেন, এরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। কঠিন সময় পার করছি আমরা। এই কঠিন সময় আওয়ামী লীগ তৈরি করেছে। সুষ্ঠু ভোট হলে তারা ১০টা সিটও পাবে না। এসময় সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর মর্যাদা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সরকারের উন্নয়নকে তথাকথিত ও ঢাকাকেন্দ্রিক বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন