ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

কাবাডি: নেপালকে কাঁদিয়ে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন বাংলাদেশ

IMG
03 June 2024, 6:20 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ফাইনাইলে নেপালের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। তাতে টানা চতুর্থ বারের মতো শিরোপা নিজেদের করে নিলো লাল সবুজের প্রতিনিধিরা। আজ সোমবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ৪৫-৩১ পয়েন্ট ব্যবধানে জিতে আসরের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ।

আগের তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের যাত্রা এবারও থামাতে পারেনি কোনো দল। দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, পোল্যান্ড ও নেপালের বিপক্ষে বড় জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে পা রেখেছিল আরদুজ্জামান মুন্সীরা। এরপর সেমিফাইনালের মঞ্চে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে তারা জায়গা করে নেয় ফাইনালে।

গ্রুপ পর্বের পর আবার দেখা হয় নেপালের সঙ্গে। কিন্তু এবারও স্বাগতিকদের দমাতে পারেনি তারা।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম আজ ছিল দর্শকে পরিপূর্ণ। সমর্থকদের আনন্দে ভাসিয়ে প্রথমার্ধেই শিরোপার দখলের পথে একধাপ এগিয়ে যায় আরদুজ্জামানরা। ২৪-১০ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

তবে দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফেরার আভাস দেয় নেপাল। জমিয়ে তোলে লড়াই। এ অর্ধে শেষ পর্যন্ত ২১ পয়েন্ট তুলে নেয় তারা। সমান পয়েন্ট তুলে নেয় বাংলাদেশও। কিন্তু প্রথমার্ধেই ফলই গড়ে দেয় ব্যবধান। তাতে ৪৫-৩১ ব্যবধানে জয় তুলে অপরাজিত চ্যাম্পিয়ন হয় লাল সবুজের প্রতিনিধিরা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি কাপে টানা চতুর্থ শিরোপার স্বাদ পায় বাংলাদেশ।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন