ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

সাবেক ছাত্রনেতা শফি আহমেদ আর নেই

IMG
04 June 2024, 5:42 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: চলে গেলেন ’৯০-এর গণআন্দোলনের তুখোড় ছাত্রনেতা শফি আহমেদ। সোমবার (৩ জুন) ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহহিল কাইয়ূম তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন শফি আহমেদ। পরে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাবেক এই ছাত্রনেতার মৃত্যু নিশ্চিত করেন।

স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন শফি আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। জাসদ থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে কেন্দ্রীয় উপসম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।

শফি আহমেদ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির নেতা ছিলেন। ২০০৭ সালের বাতিল হওয়া নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন তিনি। কিন্তু সেবার নির্বাচন না হওয়ায় তাঁর আর ভোট করা হয়নি। সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন শফি আহমেদ। তবে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন