ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ভারতের অন্ধ্রপ্রদেশে সরকার গঠনের পথে চন্দ্রবাবু-বিজেপি জোট

IMG
04 June 2024, 1:09 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতে অন্ধ্রপ্রদেশে সরকার গঠনের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল তেলুগু দেশম পার্টি (টিডিপি) এবং বিজেপি জোট ৷ ভোটের প্রাথমিক তথ্য অনুযায়ী, টিডিপি ১২৭ টি আসনে এবং বিজেপি ৭ টি আসনে এগিয়ে রয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জনসেনা পার্টি ১৭ টি আসনে এগিয়ে রয়েছে, টিডিপি ১২৭ টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি ৭টি আসনে এবং যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস পার্টি (ওয়াইএসআরসিপি) অন্ধ্র প্রদেশে ২২টি আসনে এগিয়ে রয়েছে।

অন্ধ্রপ্রদেশের লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ওয়াইএসআরসিপি, কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং পবন কল্যাণের নেতৃত্বাধীন বিজেপি এনডিএ জোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। রোববারের এক্সিট পোলগুলি ১৩ মে অনুষ্ঠিত অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে এনডিএ-র জয়ের পূর্বাভাস মিলছে। বিধানসভা নির্বাচন ১৩ মে একক ধাপে ভোটগ্রহণ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছিল।

এর আগে বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, ৭৮-৯৬ আসন টিডিপি, ৫৫-৭৭ আসন ওয়াইএসআরসিপি, ১৬-১৮ আসন জন সেনা পার্টি, ৪-৬ আসন বিজেপি, এবং কংগ্রেস ২টি আসন পেতে পারে। অন্ধ্রপ্রদেশের বিধানসভার সমস্ত ১৭৫টি আসনের জন্য ভোটগ্রহণ লোকসভা নির্বাচনের সঙ্গে একযোগে অনুষ্ঠিত হয়েছিল। ক্ষমতাসীন ওয়াইএসআরসিপি ১৭৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল যখন এনডিএ অংশীদারদের মধ্যে আসন ভাগাভাগি ব্যবস্থার অংশ হিসাবে, টিডিপি ১৪৪টি বিধানসভা আসনে, জনসেনা ২১টিতে এবং বিজেপি ১০টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে।

বুথ ফেরত সমীক্ষার ফলাফলে যে ইঙ্গিত মিলেছিল, তার ভিত্তিতে তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডুর মত, জয়ের জন্য কঠোর পরিশ্রম করেছে এনডিএ ৷ আর সেই সূত্রেই টিডিপি-র হাত ধরে এবার অন্ধ্রপ্রদেশে পালা বদলের ইঙ্গিত মিলেছে। ভোট গণনার ফলাফলও সেই পথেই এগোচ্ছে ৷ (এএনআই)
সূত্র- ETV Bharat



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন