ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

অযোধ্যায় পিছিয়ে বিজেপি

IMG
04 June 2024, 2:29 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নির্বাচনকে সামনে রেখে বছরের শুরুতে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, সবাইকে অবাক করে, অযোধ্যা লোকসভার যে আসনে পড়ে সেখানেই পিছিয়ে পড়েছে বিজেপি।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের ফয়জাবাদে পিছিয়ে আছে বিজেপি প্রার্থী লাল্লু সিং। সমাজবাদী পার্টির প্রার্থী অভদেশ প্রসাদের চেয়ে ৪ হাজার ৭৯১ ভোটে লাল্লু সিং পিছিয়ে আছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এছাড়াও দ্য ইকোনোমিক টাইমস জানিয়েছে, অযোধ্যা লোকসভায় যে আসনে পড়ে অর্থাৎ ফয়জাবাদে সমাজবাদী পার্টির প্রার্থী অভদেশ প্রসাদের চেয়ে ৩ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে আছে বিজেপির লাল্লু সিং।

এছাড়াও উত্তর প্রদেশের ৮০ আসনের মধ্যে ৪৪ আসনে এগিয়ে ‘ইন্ডিয়া’ জোট। আর এনডিএ জোট এগিয়ে ৩৫ আসনে।

মঙ্গলবার (৪ জুন) ভারতের স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়েছে। দুপুর ২টায় পাওয়া খবর অনুযায়ী, ভোট গণনায় এগিয়ে আছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন