ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

দুই আসনেই বিশাল ব্যবধানে এগিয়ে রাহুল গান্ধী

IMG
04 June 2024, 3:31 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের লোকসভা নির্বাচনে দুই আসনেই এগিয়ে আছেন ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার কেরালার ওয়েনাদে এবং উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে নির্বাচন করছেন তিনি।

ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, কেরালার ওয়েনাদে আসনে ৭১ হাজার ৪৬৫ আসন নিয়ে এগিয়ে আছেন রাহুল। অন্যদিকে সিপিআই প্রার্থী অ্যানি রাজা ২৬ হাজার ৩১৪ ভোট নিয়ে দ্বিতীয় এবং বিজেপি প্রার্থী কে সুরেন্দ্রন ১৫ হাজার ৯৩৩ ভোট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

এদিকে উত্তরপ্রদেশের রায়বেরেলিতেও এগিয়ে রয়েছেন রাহুল। এই আসনটি কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনে রাহুল ১১ হাজার ভোট নিয়ে বর্তমানে এগিয়ে রয়েছেন।

এর আগে ২০১৯ সালের নির্বাচনে রাহুল রায়বেরেলির পাশের আসন আমেথিতে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে পরাজিত হয়েছিলেন। এই আসনে জিতে তিনি ২০১৪ সাল থেকে লোকসভার সদস্য ছিলেন। তবে রাহুল আবার এই ইরানির বিরুদ্ধে লড়বেন কিনা, ২০২৪ সালের ভোটের আগে সে প্রশ্ন কংগ্রেসের সামনে বড় হয়ে দেখা দেয়।

এরপর তিনি আমেথির পরিবর্তে রায়বেরেলি থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। রাহুলের মা ও সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী রায়বেরেলির এমপি ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছিল ভারতের নির্বাচন কমিশন। প্রথম দফার নির্বাচন হয় ১৯ এপ্রিল। সেই থেকে ১ জুন পর্যন্ত মোট সাত দফায় ভারতের ৫৪৩ লোকসভার আসনে ভোট নেয়া হয়েছে। এবারের নির্বাচনে প্রায় ৬৫ কোটি ভারতীয় ভোটার ভোট দিয়েছেন। আজ মঙ্গলবার সকাল থেকে ভোট গণনা শুরু হয়েছে। মধ্যরাতের মধ্যে সম্পূর্ণ ফলাফল আসবে বলে আশা করা হচ্ছে।

এ নির্বাচনে ইতিহাস গড়ে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদি ভারতের ক্ষমতায় আসতে চাইছেন। বেশ কয়েকটি ভোট ফেরত জরিপে আবারও মোদির সরকার গঠনের কথা বলা হলেও হাল না ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলের নেতারা।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন