ঢাকা      মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম
  • লোকসভা নির্বাচনের ফলাফল LIVE: মোদির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রাহুল
  • কাঁথিতে এগিয়ে তৃণমূল, পিছিয়ে সৌমেন্দু অধিকারী আরামবাগে এগিয়ে তৃণমূল প্রার্থী মিতালি বাগ মালদহ দক্ষিণে পিছিয়ে গেলেন কংগ্রেসের ইশা, এগিয়ে বিজেপি ঘাটালে এগিয়ে হিরণ, পিছিয়ে দেব হুগলিতে পিছিয়ে গেলেন লকেট, এগিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় প্রথম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূলের শান্তিরাম মাহাতো বসিরহাটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম জঙ্গিপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান কৃষ্ণনগরে ১৭ হাজার ভোটে এগিয়ে মহুয়া মৈত্র বনগাঁয় এগিয়ে বিজেপির শান্তনু ঠাকুর পুরুলিয়ায় প্রথম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রথম রাউন্ড শেষে মেদিনীপুরে এগিয়ে বিজেপির অগ্নিমিত্রা পাল বর্ধমান পূর্বে এগিয়ে গেল তৃণমূল, পিছিয়ে বিজেপি হুগলিতে প্রথম রাউন্ডের পর এগিয়ে লকেট বহরমপুরে এগিয়ে গেল বিজেপি, পিছিয়ে অধীর দার্জিলিঙে এগিয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তা ঝাড়গ্রামে এগিয়ে গেল তৃণমূল, পিছিয়ে বিজেপি জয়নগরে এগিয়ে তৃণমূলের প্রতিমা মণ্ডল ডায়মন্ড হারবারে ৩২ হাজার ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় এগিয়ে সুজাতা মণ্ডল, পিছিয়ে গেল বিজেপি বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ পিছিয়ে, এগিয়ে তৃণমূল বীরভূমে এগিয়ে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ দার্জিলিঙে এগিয়ে তৃণমূল প্রার্থী গোপাল লামা কৃষ্ণনগরে পিছিয়ে মহুয়া, এগিয়ে আছেন বিজেপির অমৃতা রায় এক বার পিছিয়ে পড়েও ফের এগিয়ে গেলেন মোদী ঘাটালে এগিয়ে তৃণমূল প্রার্থী দেব, পিছিয়ে হিরণ আলিপুরদুয়ারে এগিয়ে তৃণমূলের প্রকাশ চিক বরাইক শ্রীরামপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরে এগিয়ে বিজেপির সৌমিত্র খাঁ, পিছিয়ে তৃণমূলের সুজাতা মণ্ডল বালুরঘাটে পিছিয়ে গেলেন সুকান্ত মজুমদার, এগিয়ে তৃণমূলের বিপ্লব মিত্র বাঁকুড়ায় এগিয়ে তৃণমূলের অরূপ চক্রবর্তী, পিছিয়ে বিজেপির সুভাষ সরকার ব্যারাকপুরে পিছিয়ে অর্জুন সিংহ, এগিয়ে তৃণমূলের পার্থ ভৌমিক পোস্টাল ব্যালটে বারাসতে এগিয়ে তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার কলকাতা দক্ষিণ কেন্দ্রে এগিয়ে তৃণমূলের মালা রায় জঙ্গিপুরে এগিয়ে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ মুর্শিদাবাদে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী আবু তাহের খান, পিছিয়ে সেলিম বহরমপুরে এগিয়ে গেলেন অধীর চৌধুরী অমেঠীতে এগিয়ে কংগ্রেস, পিছিয়ে স্মৃতি ইরানি মালদহ দক্ষিণে আবার এগিয়ে গেলেন কংগ্রেসের ইশা বসিরহাট কেন্দ্রে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র মথুরাপুরে তৃণমূল প্রার্থী বাপি হালদার এগিয়ে বীরভূমে পিছিয়ে শতাব্দী রায়, এগিয়ে বিজেপির দেবতনু বারাণসীতে পিছিয়ে পড়লেন নরেন্দ্র মোদী প্রথম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া রায়গঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী কার্তিক পাল বিষ্ণুপুরে এগিয়ে তৃণমূলের সুজাতা মণ্ডল বোলপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মাল মালদহ উত্তরে এগিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম দ্বিতীয় রাউন্ড গণনার শেষে মালদহ দক্ষিণে এগিয়ে বিজেপি উলুবেড়িয়ায় তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ এগিয়ে হাওড়ায় প্রথম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় তমলুকে পোস্টাল ব্যালটে এগিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাদবপুরে এখনও পর্যন্ত তৃতীয় স্থানে সিপিএমের সৃজন কোচবিহারে এগিয়ে তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এগিয়ে তৃণমূল মালদহ দক্ষিণে পিছিয়ে গেলেন কংগ্রেসের ইশা মালদহ উত্তরে এগিয়ে বিজেপির খগেন মুর্মু মুর্শিদাবাদে এখনও এগিয়ে মহম্মদ সেলিম মালদহ দক্ষিণে এগিয়ে কংগ্রেসের ইশা খান চৌধুরী কৃষ্ণনগরে আবার এগিয়ে গেলেন বিজেপির অমৃতা রায়, পিছিয়ে মহুয়া বহরমপুরে তৃতীয় স্থানে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান বহরমপুরে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী নির্মল, পিছিয়ে অধীর গণনার দিন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখার বাড়িতে হুমকির অভিযোগ রানাঘাটে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার পোস্টাল ব্যালটে কাঁথিতে এগিয়ে সৌমেন্দু অধিকারী বাঁকুড়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী কৃষ্ণনগরে আবার এগিয়ে গেলেন মহুয়া আসানসোলে এগিয়ে বিজেপি প্রার্থী অহলুওয়ালিয়া পুরী কেন্দ্রে এগিয়ে বিজেপির সম্বিত পাত্র ঘাটালে এগিয়ে গেলেন দেব মহারাষ্ট্রের বারামতী কেন্দ্রে এগিয়ে পওয়ার-কন্যা সুপ্রিয়া সুলে বোলপুর লোকসভায় পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূল উত্তরপ্রদেশের কনৌজ কেন্দ্রে এগিয়ে অখিলেশ যাদব বীরভূমে এগিয়ে গেলেন শতাব্দী রায় গুজরাতের গান্ধীনগর কেন্দ্রে এগিয়ে অমিত শাহ কৃষ্ণনগরে পিছিয়ে পড়লেন মহুয়া মৈত্র ডায়মন্ড হারবারে বিজেপি এজেন্টদের মারধর? ধর্নায় প্রার্থী অভিজিৎ মথুরাপুরে বিজেপি প্রার্থী অশোক পুরকায়স্থ এগিয়ে পুরুলিয়ায় এগিয়ে বিজেপির জ্যোতির্ময় মাহাতো ডায়মন্ড হারবারে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জঙ্গিপুরে এগিয়ে গেল কংগ্রেস বারাণসীতে এগিয়ে নরেন্দ্র মোদী রানাঘাটে এগিয়ে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী রায়বরেলী ও ওয়েনাড়, দুই কেন্দ্রেই এগিয়ে রাহুল গান্ধী বীরভূমে পিছিয়ে শতাব্দী, এগিয়ে বিজেপির দেবতনু কসবা বিধানসভা কেন্দ্রে গণনা শুরু হতে বিলম্ব ঝাড়গ্রামে এগিয়ে তৃণমূলের কালীপদ সোরেন আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপির মনোজ টিগ্গা উত্তর কলকাতায় তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে মুর্শিদাবাদে এগিয়ে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম বালুরঘাট কেন্দ্রে এগিয়ে সুকান্ত মজুমদার জয়নগর লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূলের প্রতিমা মণ্ডল জঙ্গিপুর কেন্দ্রে এগিয়ে তৃণমূলের খলিলুর রহমান শুরুতে জয়নগরে এগিয়ে তৃণমূলের প্রতিমা মণ্ডল পোস্টাল ব্যালটে যাদবপুরে এগিয়ে সায়নী ঘোষ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এগিয়ে মহুয়া মৈত্র সকাল থেকে বৃষ্টি বালুরঘাটে, গণনাকেন্দ্রে সুকান্ত দেশের ৪২ কেন্দ্রে চলছে ভোটগণনা গণনার আগের রাতে বিস্ফোরণ, ভাঙড়ে আহত আইএসএফের পাঁচ জন বহরমপুরে গণনার শুরুতে এগিয়ে কংগ্রেস শুরু হল ভোটগণনা, প্রথমে গোনা হচ্ছে পোস্টাল ব্যালট এবং ইটিবিপি প্রতি গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তা, দফায় দফায় চলছে তল্লাশি রাজ্যের মোট ৫৫টি কেন্দ্রের ৪১৮টি কক্ষে হবে ভোটগণনা কলকাতা উত্তরের ভোটগণনা নেতাজি ইন্ডোরে, দক্ষিণে সাত গণনাকেন্দ্র গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ বাংলার প্রতিটি কেন্দ্রে গড়ে ১৭ রাউন্ড করে ভোটগণনা আবার মসনদে মোদী? না চমক ‘ইন্ডিয়া’র? উত্তর মিলবে একটু পরেই ‘কাউকে ভয় না পেয়ে কাজ করুন’, গণনার আগে আমলাদের বার্তা খড়্গের দেশের ৫৪২টি কেন্দ্রে ভোটগণনা চলবে, সুরাতে আগেই ‘জয়ী’ বিজেপি বিরোধীদের ‘গৃহবন্দি’ করছে প্রশাসন, অভিযোগ অখিলেশের বাংলার দুই কেন্দ্রে লোকসভায় ভোট পড়েছে উপনির্বাচনের চেয়ে বেশি রবি এবং সোমে কমিশনের দেওয়া ভোটদানের হারের তথ্যে ফারাক বারাসত ও মথুরাপুরের দুই বুথে চলছে পুনর্নির্বাচন বুথফেরত সমীক্ষা বিশ্বাস করি না, আমরা জিতব: মমতা পুনর্নির্বাচনের দাবি ডায়মন্ড হারবার-মথুরাপুরে, কমিশনে বিজেপি নদিয়ায় বিজেপি কর্মীকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ নৈহাটিতে তৃণমূলের পার্টি অফিসের সামনে বোমাবাজি ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ বিকেল ৫টা পর্যন্ত দেশের ৫৭ আসনে গড় ভোটদানের হার ৫৮.৩৪ শতাংশ বিকেল ৫টা পর্যন্ত বাংলার নয় আসনে গড় ভোটদানের হার ৬৯.৮৯ শতাংশ দুপুর ৩টে পর্যন্ত দেশের ৫৭ আসনে গড় ভোটদানের হার ৪৯.৬৮ শতাংশ দুপুর ৩টে পর্যন্ত বাংলার নয় আসনে গড় ভোটদানের হার ৫৮.৪৬ শতাংশ দুপুর ১টা পর্যন্ত দেশের ৫৭ আসনে গড় ভোটদানের হার ৪০.০৯ শতাংশ দুপুর ১টা পর্যন্ত বাংলার নয় আসনে গড় ভোটদানের হার ৪৫.০৭ শতাংশ তৃণমূলের বিরুদ্ধে কলকাতায় ছাপ্পার অভিযোগ, কমিশনে কংগ্রেস সকাল ১১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ২৮.১০% সন্দেশখালিতে মাথা ফাটল তৃণমূল কর্মীর, অভিযুক্ত বিজেপি বরাহনগরে সিপিএম প্রার্থীর সঙ্গে বচসা তৃণমূল কাউন্সিলরের সকাল ১১টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ২৬.৩% সকাল ১১টা পর্যন্ত বাংলায় প্রায় দেড় হাজার অভিযোগ জমা পড়ল কমিশনে ভোটবাক্সে মানুষ বঞ্চনার জবাব দেবেন, ভোট দিয়ে বললেন অভিষেক প্রথম দু’ঘণ্টায় দেশের ৫৭ আসনে গড় ভোটদানের হার ১১.৩১ শতাংশ সকাল ৯টা পর্যন্ত বাংলার ন’আসনে ভোট পড়ল ১২.৬৩ শতাংশ সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাংলায় ৭১৫টি অভিযোগ জমা কমিশনে বারুইপুরে বাম প্রার্থী সৃজনকে ঘিরে বিক্ষোভ, উত্তেজনা এলাকায় কলকাতা দক্ষিণের বাম প্রার্থীর এজেন্টের গাড়িতে ভাঙচুরের অভিযোগ শনিবার থেকে ছবির জগতে ফিরছেন, ভোট দিয়ে জানিয়ে দিলেন মিঠুন ‘গণতন্ত্রকে প্রাণবন্ত করে তুলুন’, শেষ দফার আগে আর্জি মোদীর ভোটের সকালে আবারও উত্তপ্ত ভাঙড়, তৃণমূল-আইএসএফ খণ্ডযুদ্ধ চলছে দেশের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ বাংলার ৯টি কেন্দ্র-সহ দেশের ৫৭ কেন্দ্রে শুরু ভোটগ্রহণ সপ্তম দফায় ভোট হচ্ছে সাত রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে শনিবার ভোট হচ্ছে প্রধানমন্ত্রী মোদীর কেন্দ্র বারাণসীতেও ৬ জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শেষ দফায় বাংলায় মোতায়েন থাকবে ৯৬৭ কোম্পানি বাহিনী: কমিশন ১০০ শতাংশ বুথেই হবে ওয়েব কাস্টিং, জানাল কমিশন ভোটপ্রচারে সবচেয়ে বেশি হেলিকপ্টার ব্যবহার করেছে তৃণমূল: কমিশন রেখা পাত্রের পাঁচ সঙ্গীকে শর্তসাপেক্ষে জামিন দিল কলকাতা হাই কোর্ট কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী মোদী কাউন্টিং এজেন্ট হিসাবে কোনও শিক্ষককে নিয়োগ নয়: কমিশন একগুচ্ছ অভিযোগ নিয়ে কমিশনে বিজেপির প্রতিনিধিদল সোনা পাচারের অভিযোগে আটক শশী তারুরের ব্যক্তিগত সচিব ৪৮ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী ঠিক করবে ‘ইন্ডিয়া’, দাবি জয়রাম রমেশের ভোট ঘোষণার পর থেকে ১০৮ কোটির মদ উদ্ধার কমিশনের মিছিল শেষে সুদীপ-কুণালের সঙ্গে কথা বললেন মমতা ভোটের তিন দিন আগে শওকত মোল্লাকে তলব সিবিআইয়ের

তথ্যপ্রযুক্তি খাতে নারীদের জন্য বিশেষ কোটা চালু করা হবে : পলক

IMG
08 May 2024, 3:26 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নারী স্টেম গ্র্যাজুয়েটদের দক্ষতা উন্নয়ন ও লিঙ্গ বৈষম্য দূর করতে আইসিটি বিভাগ ইতোমধ্যেই বেশ কিছু উদ্যোগ নিয়েছে।

তিনি আরো বলেন, দেশে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি স্থাপন করা হচ্ছে। যেখানে ফ্রন্টিয়ার টেকনোলজি নিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এখানে নারীদের জন্য সুনির্দিষ্ট কোটা রাখতে চাই। একইসঙ্গে প্রতিটি প্রকল্পে মেয়েদের জন্য একক কোটা রাখা হবে- যেনো তারা সহজেই এই খাতে প্রবেশ করতে পারে এবং তাদের অমিত সম্ভাবনা প্রকাশ করতে পারে।

আজ বুধবার রাজধানীর আমারি হোটেলে নারী স্টেম গ্র্যাজুয়েটদের দক্ষতা উন্নয়ন ও লিঙ্গ বৈষম্য দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে দ্য কিংডম অফ নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় ‘শী স্টেম বিজনেস কেস’- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পলক বলেন, আজ থেকে ৫০ বছর আগে বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন যে, বিশ্বজুড়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে নারী-পুরুষের সমতা না থাকলে, শান্তি ও সমৃদ্ধি সম্ভব নয়। সেই দর্শন অনুযায়ী গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উদ্যোক্তা হিসেবে নারীদের অন্তর্ভূক্ত করার সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। এর ফলে আজ গ্রাম থেকে বিদেশেও এই প্রকল্পে নারী-পুরুষ উদ্যোক্তার সমতা তৈরি হয়েছে।

তিনি বলেন, আমি গত তিন মাসে ২২টি জেলা সফর করে বুঝতে পেরেছি যে- আমাদের নারী উদ্যোক্তারা ব্যক্তি, পারিবারিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থান উন্নত করেছেন। আইসিটি বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়ে প্রযুক্তি জ্ঞান ও দক্ষতায় অনন্যতা অর্জন করেছে। এখন আমরা স্মার্ট এমপ্লয়মেন্ট প্রোগ্রামের অধীনে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক দক্ষতা উন্নয়নে কাজ শুরু করবো। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ফ্রন্টিয়ার প্রযুক্তির রিসার্চ ল্যাব স্থাপন করা হয়েছে। যেখানে ভবিষ্যত প্রজন্মকে এআই, কোয়ান্টাম কম্পিউটিং, ব্লক চেইন ও সাইবার সিকিউরিটি মতো বিষয়ে দক্ষ করে গড়ে তুলবে।

পলক আরও বলেন, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন ও কর্মক্ষেত্রে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট সংস্থাগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে একটি সমন্বয়মূলক পরিবেশ তৈরি করা হচ্ছে। দক্ষতা উন্নয়ন, সমন্বয় সাধন ও কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য দূরীকরণের মাধ্যমে আমরা বাংলাদেশের নারী স্টেম গ্র্যাজুয়েটদের জন্য সরকারি-বেসরকারি সেক্টরে একটি অন্তর্ভূক্তিমূলক কর্মক্ষেত্র সৃষ্টি করতে চাই এবং এই শী স্টেম উদ্যোগ আগামীতে নারীর ক্ষমতায়নে আরও অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন কর্মপরিবেশ সৃষ্টি করবে।

তিনি বলেন, শী স্টেম শিক্ষা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০৪১- বাস্তব রূপ দিতে আরও গতিশীল করবে।

অপরদিকে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ইরনা ভ্যান ডুরেইন বলেছেন, ক্যারিয়ারের কোনো লিঙ্গ নেই। বাংলাদেশ স্টেম নিয়ে ভালো করছে। আমরা দেশজুড়ে নারীদের এই শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভূক্ত করতে বাংলাদেশ সরকারের পাশে আছি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন