ঢাকা      সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

ইসরাইলি বাহিনীর অভিযানে পশ্চিম তীরে সাতজন নিহত

IMG
22 May 2024, 5:57 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে মঙ্গলবার এক প্রাণঘাতী অভিযান চালিয়েছে এবং গাজার দক্ষিণাঞ্চলে হামাসের সাথে লড়াই করেছে। অন্যদিকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োগ গ্যালান্ট তার এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের শীর্ষ প্রসিকিউটরের একটি পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানায়, পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালিয়ে ইসরাইলি বাহিনী সাতজনকে হত্যা করেছে। জেনিন সরকারি হাসপাতালের প্রধান জানান, নিহতদের মধ্যে একজন ছিলেন সার্জিক্যাল চিকিৎসক। ইসরাইলি সামরিক বাহিনী জঙ্গিদের লক্ষ্য করে একটি অভিযান চালানোর কথা জানিয়েছে এবং বলেছে, তাদের বাহিনী বেশ কয়েকজন যোদ্ধাকে গুলি করেছে।

গাজার দক্ষিণাঞ্চলে রাফায় ইসরাইলি স্থল সেনা ও ইসরাইলি বিমান লড়াইয়ে অংশ নিচ্ছে এবং সেনারা গাজার মধ্য ও উত্তরাঞ্চলে জঙ্গিদের সাথে লড়াই করছে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে গ্যালান্ট তার ও নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।

সোমবার নেতানিয়াহু বলেন, প্রসিকিউটরের এই পদক্ষেপ ‘ঐতিহাসিক অনুপাতে নৈতিক অবমাননা।’ সোমবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইসরাইলি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের আবেদন ‘আপত্তিকর।’

পৃথক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রেসিডেন্ট বাইডেনের মন্তব্যের প্রতিধ্বনি করেন। তিনি ইসরাইলকে হামাসের সাথে তুলনা করার আইসিসির পদক্ষেপকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য দেশ কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হামাসও আইসিসির প্রসিকিউটরের সিদ্ধান্তের নিন্দা জানায় এবং ওই প্রসিকিউটরের বিরুদ্ধে ’ভুক্তভোগীকে খুনির সাথে তুলনা করার’ চেষ্টা করার অভিযোগ জানায়।

সোমবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, গত দুই সপ্তাহে গাজার জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ অর্থাৎ ৯ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে রাফা থেকে প্রায় ৮ লাখ ১২ হাজার মানুষ এবং গাজার উত্তরাঞ্চল থেকে এক লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন